শায়খ আবুল হাসান খায়েগ (রঃ)

শায়খ আবুল হাসান খায়েগ (রঃ) মিশরের অন্যতম শ্রেষ্ঠ তাপস। তিনি ছিলেন সত্য ও প্রেমের একনিষ্ঠ উপাসক। তাঁর সম্বন্ধে প্রখ্যাত তাপসগণ যা বলেন তা অনন্য সাধারণ। হযরত আবু ওসমান (রঃ) বলেন, আমি হযরত ইয়াকুব নহরজুরী (রঃ) থেকে অধিক জ্যোতির্ময় ও হযরত আবুল হাসান খায়েগ (রঃ) অপেক্ষা অধিক সাহসী আর কাউকে দেখেনি। হযরত মমশাদ দীনুরী (রঃ) বলেন, আমি একদিন দীনুরে দূর থেকে এক লোককে নামাজ পড়তে দেখলাম। দেখলাম, একটি শকুন তাঁর মাথার ওপর ছাড়া বিস্তার করে আছ। পরে তাঁর কাছে গিয়ে দেখলাম, তিনি হযরত আবুল হাসান খায়েগ (রঃ)।

হযরত আবুল হাসান (রঃ) বলেন-

১. অতুলনীয় অনুপম সত্তার অস্তিত্ব সম্পর্কিত কোন প্রমাণ বর্ণনা করা সহজ ব্যাপার নয়।

২. যেকোন অবস্থায় যেকোন স্থানে আল্লাহ বর্তমান, এটা জানা ও তাঁর অবদানসমূহের জন্য কৃতজ্ঞতা জ্ঞাপনে অক্ষম মনে করাই প্রকৃত মারেফাত।

৩. আল্লাহ প্রমিক তাঁর প্রেমিকের প্রেমের আগুনে জ্বলে-পুড়ে যে আনন্দ পায়, তা জান্নাতের হুরগণের সঙ্গে লীলানন্দের চেয়ে বহু সহস্র গুণ সুখের ও আনন্দের।

৪. নিজ প্রবৃত্তিকে প্রিয় বস্তু মনে করা নিজের ধ্বংস ডেকে আনারই শামিল।

৫. মানসিক বিপর্যয় তথা নানা রকমের দুর্ভাবনা প্রবৃত্তিগত দুষ্কামনারই প্রতক্ষ্য ফল।

You may also like...

দুঃখিত, কপি করবেন না।