ক্ষুধার দরুন পেটে পাথর বাঁধা

হযরত আবু তালহা (রাঃ) বলেন, আমরা রাসূল (সাঃ)-এর নিকট ক্ষুধার কষ্টের কথা বলিলাম এবং আমরা নিজ নিজ পেটের উপর হইতে কাপড় সরাইয়া (ক্ষুধার কষ্টে) সেখানে এক খানা পাথর বাঁধা দেখাইলাম। রাসূল (সাঃ) আপন পেটের কাপড় সরাইয়া সেখানে দুইখানা পাথর বাঁধা দেখাইলেন।

নবী কারীম (সাঃ)-এর একজন সাহাবী হযরত ইবনে বুজাইর (রাঃ) বলেন, একদিন নবী কারীম (সাঃ) ক্ষুধার তাড়নায় একটি পাথর লইয়া পেটের উপর রাখিয়া বলিলেন, শুনিয়া রাখ, অনেক লোক দুনিয়াতে সুস্বাদু খাবার খায় ও আয়েশী জীবন যাপন করে, কিন্তু কিয়ামতের দিন তাহারা ক্ষুধার্ত ও উলঙ্গ থাকিবে।

শুনিয়া রাখ, অনেক লোক (খায়েশমত চলিয়া আপন মনে) নিজেকে সম্মান করিতেছে (বলিয়া ধারণা করিতেছে) অথচ প্রকৃতপক্ষে সে নিজেকে অপমান করিতেছে।কারণ কিয়ামতের দিন সে অপমানিত ও লাঞ্ছিত হইবে।

শুনিয়া রাখ, অনেক লোক আল্লাহ তায়ালার হুকুম মত চলিয়া বাহ্যিকভাবে নিজেকে অপমান করিতেছে মনে হয় কিন্তু প্রকৃতপক্ষে সে নিজেকে সম্মান করিতেছে। কারণ কিয়ামতের দিন তাহাকে সম্মানিত করা হইবে। (তারগীব)

You may also like...

দুঃখিত, কপি করবেন না।