আকাশ থেকে পানি বর্ষণ
হযরত ওমর (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, এক যুদ্ধে মুজাহিদরা প্রচন্ড পিপাসায় কষ্ট পাচ্ছিলেন। হযরত ওমর (রাঃ) রাসূলে পাক (সাঃ) এর নিকট পানির জন্য দোয়া করতে দরখাস্ত করলেন। আল্লাহর রাসূল (সাঃ) দোয়া করার সাথে সাথে আকাশের মেঘ জমে এত বৃষ্টিপাত হল যে, সবার পিপাসা নিবারণ হয়ে গেল। কেউ কেউ বলেছেন, এটা বদরের যুদ্ধের মু’যিযা এবং তার প্রতি ইশারা করে সূরা আনফালে বলে হয়েছেঃ
وَيُنَزِّلُ عَلَيْكُم مِّنَ السَّمَاءِ مَاءً لِّيُطَهِّرَكُم بِهِ
অনুবাদঃ আর তোমাদের উপর আকাশ হতে পানি বর্ষণ করেছিলেন যে সে পানি দ্বারা তোমাদের কে পবিত্র করে দেন। (বায়হাকী)