আবু বকর (রাঃ)-এর শাসন ব্যবস্থা
রাষ্ট্রীয় শাসন ব্যবস্থাঃ
হযরত আবু বকর (রাঃ) তাঁর শাসন ব্যবস্থাকে ইসলামের নিয়ম কনুন অনুসারে পরিচিলিত করেছিলেন । তাঁর সামনে কোন বিষয় উপস্তিত হলে তিনি প্রথমে পবিত্র কু’রআনে তাঁর সুষ্ঠু সমাধান খুঁজতেন আর কুরআনে না পাওয়া গেলে হাদীসে অনুসন্ধান করতেন । আর যদি হাদীসে না পাওয়া যেত তাহলে তিনি জ্ঞানী-গুনী মুসলমানদের সাধারন সভা আহবান করতেন ।
মজলিসে শূরাঃ
হযরত আবু বকর সিদ্দীকি (রাঃ) সাহাবায়ে কিরামদের মধ্যে যারা বেশী জ্ঞানী এবং রাজনীতির ব্যাপারে খুব অভিজ্ঞতা সম্পন্ন তাদেরকে বিশেষ পরামর্শ দাতা হিসাবে নিযুক্ত করতেন । যদি কোন বিশেষ গুরুত্বপূর্ণ সমস্যা উপস্থিত হত ওই সময়ে তিনি তাঁদের আহবান করতেন পরামর্শ করার জন্য ।
রাষ্ট্রীয় নীতিঃ
হযরত আবু বকর সিদ্দীকি (রাঃ) তাঁর সম্রাজ্জ্যকে বিভিন্ন প্রদেশ এবং জেলায় ভাগ করলেন আর আলাদা আলাদা শাসনকর্তা নিয়োগ করেছিলেন । তাঁর দু’ বছর তিন মাস শাসনামলে তিনি তাঁর সম্রাজ্জ্যকে খুব সুন্দর করে পরিচালিত করেছিলেন ।
রাষ্ট্রীয় পদে নির্বাচনঃ
হযরত আবু বকর সিদ্দীকি (রাঃ) রাষ্ট্রীয় পদে যোগ্য ব্যক্তিকে নির্ভুল পদে নিযুক্ত করার উপর রাষ্ট্রের একটি সুন্দর এবং উত্তম ব্যবস্থাপনা চালু করেন । রাষ্ট্রীয় পদে নির্বাচনের জন্য সে ব্যক্তিই যোগ্য তাঁর চারিত্রিক গুনাবলির ব্যাপারে সঠিক জ্ঞান রাখে ।