হযরত শামুয়েল (আঃ) এর আশ্চার্য সিন্দুক-২য় পর্ব
কিন্তু সিন্ধুকের মর্যদা তারা দিতে পারেনি বলে তাদের দেশে কলেরা রোগে ভীষণ প্রাদুর্ভাব ঘটে। এমেলেকে সম্প্রদায়ের লোকেরা কলেরা রোগ দিন্দুকের অমর্যাদার প্রতিকার মনে করে তারা সিন্দুক টি অন্য শহরে প্রেরণ করে। সিন্দুকটি নতুন শহরে প্রেরণ করার সাথে সাথে সেখানেও মহামারি কলেরা দেখা দেয়। তখন তারা সিন্দুক আরেক শহরে পাঠিয়ে দেয়। সেখানেও রোগের সম্প্রসারণ ঘটতে থাকে। এভাবে এক এক করে পাঁচটি শহরে সিন্দুক প্রেরণ এর ফলে যখন রোগের প্রকটতা ব্যাপক বিস্তার লাভ করে তখন তারা সিন্দুক টি খুলতে চেষ্টা করে, পরে তারা ভেঙ্গে ফেলার চেষ্টা করে। সর্বশেষে বিফল হয়ে এক কদাকার স্থানে রেখে সেটি রেখে দেয়। পরের দিন সিন্দুক টি আর কেউ দেখতে পায় নি। আল্লাহ তায়ালা ফেরেস্তা দ্বারা সিন্দুকের ইজ্জত রক্ষার্থে অন্যত্র সরিয়ে দেয়।
বনি ইস্রাইলরা এ সময় খুবই দুরাবস্থার মধ্যে দিন কাটাচ্ছিল। রাজ্য হারা অবস্থায় তারা বেকার , দরিদ্রতা নানা রকম দুঃখ-দুর্দশার মধ্যে নিপতিত হল।
এমন সময় কিছু সংখ্যক লোক ছিল খাটি ইমানদার । তারা আল্লাহ তায়ালার দরবারে রাতদিন কেঁদে কেঁদে দোয়া করতেন। আল্লাহ তায়ালা এইসব মানুষের দোয়ার প্ররিপ্রেক্ষিতে একজন দরিদ্র বিনি ইসরাইল এর ঘরে হযরত শামুয়েল (আঃ) কে নবী হিসাবে প্রেরণ করে।
হযরত শামুয়েল (আঃ) উপযুক্ত শিক্ষা লাভ করে বড় হওয়ার পরে চল্লিশ বছর বয়সে আল্লাহ তায়ালার পক্ষে থেক নবুয়াতী লাভ করেন। নবী হয়ে তিনি বিনি ইসরাইলদের কে আল্লাহর পথে দাওয়াত দিতে আরম্ভ করে। বনি ইসরাইলরা অনেক দুঃখ কষ্ট ভোগ করার পরে কিছু টা সচেতন হন। তাই তারা নবীর দাওয়াত অগ্রাহ্য না করে তার প্রতি ঈমান আনে এবং সমবেতভাবে নবীর নিকট আবেদন জানায়, হে আল্লাহর নবী! আপনি দোয়া করুন আল্লাহ তার নেয়ামত তাবুত সিন্দুকটি কে যেন আমাদের নিকট ফিরিয়ে দেন এবং আমাদের হারিয়ে যাওয়া ঐতিহ্য যেন আমাদের ফিরিয়ে দেয়।
বনি ইসরাইলরা দুঃখ দুর্দাশার কষাঘাতে চরম শিক্ষা পেয়ে এবার তারা সহজে নবীর নিকট আত্নসমর্পন করে অঙ্গীকার করল। আমারা দির্ঘ দিন পরে আমাদের মাঝে একটা উপযুক্ত নেতা পেয়েছি। এ নেতার নেতৃত্বে আমরা যুদ্ধ করব। এমেলেকেদের অধিকৃত রাজ্য পুনরুদ্ধার করব। জাতিকে সঠিক ইমানদার হিসাবে তৈরি করার নিমিত্ত সকল চেষ্টা চালিয়ে যাব।
কেউ নবীর সাথে কখনই অমর্যাদার কোন আচারণ করব না। আমরা ঈমানদারীর সাথে সপথ করে বলছি আমরা কখনও আমাদের অঙ্গীকার ভঙ্গ করব না।
সূত্রঃ কুরআনের শ্রেষ্ঠ কাহিনী
হযরত শামুয়েল (আঃ) এর আশ্চার্য সিন্দুক-১ম পর্ব পড়তে এখানে ক্লিক করুন