হযরত মুছা (আঃ) এর আল্লাহ কর্তৃক দর্শন লাভ- ৪র্থ অংশ

হযরত মুছা (আঃ) এর আল্লাহ কর্তৃক দর্শন লাভ- ৩য় অংশ পড়তে এখানে ক্লিক করুন  

হযরত মুছা (আঃ) তখন আল্লাহ তায়ালার দরবারে অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করে  মিশরের উদ্দেশ্যে রওয়ানা হলেন। হযরত মুছা (আঃ) পাহাড় থেকে নিচে অবতরণ করে দেখলেন আল্লাহর নুরের তাজাল্লি সহ্য করতে না পেরে তার সত্তর জন সঙ্গী মৃত্যু বরন করেছে। তখন হযরত মুছা (আঃ) আলাহর দরবারে ফরিয়াদ করে বললেন। হে প্রভু! আপনার নুরের দর্শন লাভ ও মহামান্বিত তৌরাত কিতাব লাভের এ মহৎ অনুষ্ঠানে আমার সঙ্গীগণের মৃত্যুবরণ করতে হয়। তবে পৃথিবীর সর্বত্র আমার দ্বীন প্রচারে ক্ষেত্রে এক দুর্নাম ছড়িয়ে পড়বে। আনুষ এ অনুষ্ঠানকে অশুভ বলে বদনামি প্রচার  করবে। অতএব আপনি আপনার মহান কুদরতে এদের কে জিন্দা করে দিন।

 হযরত মুছা (আঃ) এর দোয়ার সঙ্গে সঙ্গে সত্তর জন সঙ্গী সকলে জীবন ফিরে পেল। তারা জীবিত হয়ে হযরত মুছা (আঃ) ও তার সঙ্গে অগনিত ফেরেস্তা দেখে ছালাম করলেন। হযরত মুছা (আঃ) তাদের নিকট আল্লাহ তায়ালার নুরের তাজাল্লী সম্পর্কে জিজ্ঞেস করে বললেন, তোমরা সকলে আলাহর নূর দর্শনের সৌভাগ্য লাভ করেছ কি না। তারা উত্তর দিলেন হ্যাঁ। আমরা প্রাণ ভরে তাজাল্লী দর্শনের তৃপ্তি লাভ করেছি। তবে তাজাল্লির তীব্রতা সহ্য করা আমাদের পক্ষে কঠিন হয়ে পড়ে। তাই আমরা জ্ঞান হারিয়ে ছিলাম। হযরত মুছা (আঃ) বললেন তোমারা জ্ঞান হারাও নি তোমরা মৃত্যু বরন করে ছিলে। আল্লাহ তায়ালার  তৌরাত কিতাবের বরকতে তোমাদের জীবন ফিরিয়ে দিয়েছে। তোমরা জীবন ভর এই কিতাবের আদর্শকে মনে প্রাণে ভালবাসবে। তাতে তোমাদের মঙ্গল হবে। সঙ্গীগন সকলে হযরত মুছা (আঃ) এর কথায় সম্মতি দিলেন। হযরত মুছা (আঃ) তখন তৌরাত কিতাবের ফলক সকল সঙ্গীদের কাধে তুলে দিলেন এবং নিজেও কাধে তুলে নিয়ে পথ চলতে আরম্ভ করলেন। পথি মধ্যে বহু মানুষের সাথে দেখা হল। যারা একবার হযরত মুছা (আঃ) এর প্রতি দৃষ্টি করে তারাই জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যায়।

এভাবে পথে অনেক লোক জ্ঞান হারান। তখন হযরত মুছা (আঃ) মুখের উপর কাপড় বেধে পথ চলতে আরম্ভ করলেন। কিন্তু তাতে উপকার সাধিত হল না। দর্শকের জ্ঞান হারানোর কোন পরিবর্তন হল না। তখন তিনি অনেক চেষ্টা করে দেখলেন কিন্তু  কিছুতেই কিছু হল না। তখন তিনি আলাহর দরবারে হাত তুলে ফরিয়াদ করলেন। আল্লাহ তায়ালার পক্ষ থেকে তাকে বলা হল। আল্লাহর নুরের তাজাল্লী বিকিরণ তোমার শরীরকে প্রবাহিত করেছে। তুমি এখন এতিম ও দুস্থ সাধারণ মানুষের কাপড় দিয়ে নিজ  শরীর মছেহ করে ফেল।

তবে তোমার অবস্থা স্বাভাবিক পর্যায়ে ফিরে আসবে। হযরত মুছা (আঃ) তখন সেখানে কিছুটা বিরতি নিয়ে কয়েকজন সঙ্গীকে ইয়াতীমের কাপড় আনার জন্য প্রেরণ করলেন। সঙ্গী গন যে যে ঘরে পৌঁছালেন সেখানে অতি উজ্জ্বল আলোতে ভরে গেল। ইতি মধ্যে একজন কাপড় এনে হযরত মুছা (আঃ) এর হাতে দিলেন, হযরত মুছা (আঃ) সেই কাপড় নিয়ে সারা শরীর মছেহ করলেন, তখন দেখা গেল তার অবস্থা স্বাভাবিক অবস্থায় ফিরে এল। তবে চেহারার মাঝে এক দীপ্ত ও উজ্জ্বলতা বিরাজ করছিল। কিছুক্ষনের মধ্যে সমস্ত সঙ্গীগণ চতুর্দিকে ঘুরে ফিরে একত্রিত হলেন। তখন দেখা গেল তাদের শরীরের উজ্জ্বলতা দেখে অসংখ্য মানুষ তাদের পিছনে পিছনে এসে ভীড় জমিয়েছে। হযরত মুছা (আঃ) সকল কে নিয়ে বিশাল মিছিল সহকারে নিজ বাড়িতে এসে পৌঁছালেন।

সূত্রঃ কুরআনের শ্রেষ্ঠ কাহিনী

হযরত মুছা (আঃ) এর আল্লাহ কর্তৃক দর্শন লাভ- ১ম অংশ পড়তে এখানে ক্লিক করুন

You may also like...

দুঃখিত, কপি করবেন না।