হযরত ছোলায়মান (আঃ) এর বিবাহ-১ম পর্ব

হযরত ছোলায়মান (আঃ) এর রাজধানী থেকে বিশ দিনের দূরত্বের একটি ক্ষুদ্র রাজ্য ছিল। যার নাম ছিল সাবা। এ রাজ্যটি প্রথম দিকে হযরত ছোলায়মান (আঃ) এর খেলাফতের অন্তর্ভুক্ত ছিল না। এ রাজ্যের অস্তিত্ব সম্বন্ধে তাঁর জ্ঞান ছিল না। একদা হযরত ছোলায়মান (আঃ) রাজসিংহাসনে বসে রাজকার্য পরিচালনা করছিলেন। এমন সময় তিনি উপরের দিকে তাকিয়ে দেখলেন পক্ষীকুলেরা তাঁর মাথার উপর পাখা মেলে ছায়াদানে ব্যস্ত রয়েছে।

কিন্তু এদের মধ্যে তাঁর প্রিয় হুদহুদ পাকি অনুপস্থিত। তখন তিনি হুদহুদের খোঁজ নিলেন। কোথাও তাকে পাওয়া গেল না। হযরত ছোলায়মান (আঃ) হুদহুদের উপরে রাগান্বিত হলেন এবং বললেন, হুদহুদ বোধ হয় পালিয়ে গেছে, তা না হয় সে- বেঈমান হয়েছে। তাকে পেলে আমি জবেহ করে দিব, না হয় শাস্তি দিব। এ কথা বলে তিনি একাব নামক এক দৈত্যকে হুদহুদের খোঁজে প্রেরণ করলেন।

একাব অতি দ্রুৎ পথ চলতে  আরম্ভ করল কিছুদুর গিয়ে হুদহুদের সঙ্গে তাঁর সাক্ষাৎ হয়। তখন একাব শাহান শাহের রাগের কথা এবং তাকে তাঁর খোঁজে পাঠিয়েছে বলে হুদহুদকে জানায়। হুদহুদ তখন বলল, আমি এক সুখবর নিয়ে এসেছি। যাতে শাহান শাহ আমার সাথে আদৌ রাগ করতে পারবে না। একাব জিজ্ঞেস করল কি খবর? হুদহুদ তখন বলল, সে খবর শাহান শাহের নিকট বলব সেখানে চল।  উভয়ে একত্রে শাজান শাহের দরবারে এসে পৌঁছল। 

হুদহুদ শাহানশাহের সম্মুখে গেল এক গাল হাসি নিয়ে বলল, হে শাহান শাহ! আমি এখন এক নতুন শুভ খবর নিয়ে এসেছি যা শুনলে আপনি অবশই খুশি হবেন। হযরত ছোলায়মান (আঃ) হুদহুদ এর কথা শুনে রাগ করলেন না বরং তিনি বললেন, কি খবর নিয়ে এসেছ বল।    

হযরত ছোলায়মান (আঃ) এর বিবাহ-২য় পর্ব পড়তে এখানে ক্লিক করুন

You may also like...

দুঃখিত, কপি করবেন না।