হযরত ইব্রাহীম (আঃ) এর মূর্তি ভাঙ্গার ঘটনা-৫ম পর্ব
হযরত ইব্রাহীম (আঃ) এর মূর্তি ভাঙ্গার ঘটনা- চতুর্থ পর্ব পড়তে এখানে ক্লিক করুন
নমরুদ হযরত ইব্রাহীম (আঃ)-কে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করার পরে চারতলা ইমারতের ছাদে উঠে নিজ পরিষদ ও আত্মীয়-স্বজনদের নিয়ে অগ্নিকুণ্ডের অবস্থা আবলোকন করছিল। নমরুদ যখন দেখল ইব্রাহীম (আঃ) এক উঁচু আসনে বসে মহা আরামে তছবীহ পাঠ করছেন, আর চতুর্দিকে পুষ্পকাননে সজ্জিত, সেখানে পক্ষীকুল গান গেয়ে নাচছে। ইব্রাহীম (আঃ) এর চারপাশে আগুনের কোন চিহ্ন নেই। এমন কি, যে সব কাট সে জ্বালানি হিসেবে নিক্ষেপ করেছিল সেগুলোতে পাতা, ফুল, ফল গজিয়ে অপরূপ শোভা বর্ধন করছে। তখন সে আর সহ্য করতে পারল না। ভাবল এবারে তার খোদায়ী দাবিসহ সম্পূর্ণ রাজত্ব হুমকীর সম্মুখীন। তাই, দিশেহারা হয়ে অগ্নিকুণ্ডের মাঝে পাথর নিক্ষেপ করার জন্য সঙ্গীদের হুকুম দিল। সঙ্গীরা রাজার হুকুম পেয়ে পাথর নিক্ষেপ আরম্ভ করল। বৃষ্টির ন্যায় পাথর বর্ষণ আরম্ভ হল। আল্লাহর কুদরত অফুরন্ত। পাথরগুলো অগ্নিকুণ্ডের মাঝে গিয়ে মাটিতে পতিত না হয়ে ইব্রাহীম (আঃ)-এর মাথার উপর মেঘের ন্যায় ছায়া দান করতে আরম্ভ করল।
নমরুদের সাথে তার এক কন্যাও এসব দৃশ্য আগ্রহভরে দেখছিল। সে তার পিতাকে বলল, হে পিতা! তুমি ইব্রাহীম (আঃ)-এর ধর্মের সত্যতা যাচাই করেছ? তুমি তাকে অনিল দগ্ধ করার উদ্দেশ্যে যে বিরাট প্রস্তুতি নিয়েছ তাতে কোন ফল হয় নি। বরং সে আরো মর্যাদার অধিকারী হয়েছে। অতএব তুমি আর তার বিরোধিতা না করে তার ধর্ম গ্রহন কর। নমরুদ তার কন্যার মুখে এ সব কথা শুনে তাকে বড় রকমের ধমক দিল। এমন কি তাকে হত্যা করার ভয় দেখাল। তখন কন্যা পিতার সাথে আর বাদানুবাদ না করে ওখান থেকে সরে গেল। ক্ষণিক পরে হযরত ইব্রাহীমের অগ্নিকুণ্ডের দরজার কাছে গিয়ে দরজা খুলে ভিতরে প্রবেশ করল। সেখানে যদিও কিছুটা আগুনের চিহ্ন ছিল বটে তবে তা খুব ঠাণ্ডা ও শান্তিদায়ক বলে তার কাছে মনে হল। সে সোজা ইব্রাহীম (আঃ)-এর নিকট গিয়ে বলল, সে আল্লাহর নবী! আপনি আমাকে আপনার দ্বীনের তালীম দান করুন। আমি এখন থেকে ইসলাম গ্রহন করলাম।
হযরত ইব্রাহীম (আঃ) তাকে কালেমা পাঠ করালেন এবং দ্বীনের অনন্যা জরুরি শিক্ষা দান করলেন। নমরুদের কন্যা সমস্ত অগ্নিকুণ্ড ঘুরে ঘুরে দেখল। তার নিকট স্থানটি আরামদায়ক ও অনাবিল শান্তির নীড় বলে মনে হল, যা কোন দিন পৃথিবীর কোথাও আর দেখে নি। তাই সে আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপনার্থে তার নাম বার বার উচ্চারণ করছিল। দীর্ঘ সময় সেখানে কাটানোর পরে যে পিতার ঘরে যখন ফিরে আসল তখন তার পিতা তার ইসলাম গ্রহণের খবর পেয়ে তাকে হত্যা করার জন্য প্রস্তুতি নিচ্ছিল। কন্যা এ খবর পেয়ে মহান আল্লাহর দরবারে সাহায্য প্রার্থনা করল। এমন সময় এক খন্ড উজ্জ্বল মেঘ এসে কন্যাটিকে ছোঁ মেরে পিতার নিকট থেকে অদৃশ্য করে ফেলল। পরবর্তীকালে একদিন এ কন্যা পিতার উত্তরাধিকারিনী হিসেবে নমরুদের বিশাল রাজ্যের অধিকার লাভ করেছিল।
হযরত ইব্রাহীম (আঃ) এর মূর্তি ভাঙ্গার ঘটনা- শেষ পর্ব পড়তে এখানে ক্লিক করুন