হযরত ইউসুফ (আঃ)-এর বিবাহ-১ম পর্ব

দেশব্যাপী যখন মহা দুর্ভিক্ষ বিরাজমান, তখন হযরত ইউসুফ (আঃ) সর্বত্র ঘুরে  ঘুরে পরিদর্শন করতেন। যেখানে যতটা খাদ্যশস্য প্রয়োজন হত তা জরিপ করে বরাদ্দ করতেন। একদিন তিনি লোক লস্করসহ জোলেখার বাড়ীর নিকট দিয়ে যাচ্ছিলেন এমন সময় একটি লোক ছুটে এসে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে চিৎকার দিয়ে বলল, হুজুর! মেহেরবাণী করে আপনার অশ্ব থামিয়ে এক মিনিটকাল আমার একটু আবেদন শুনুন। “হযরত ইউসুফ (আঃ) লোকটির চিৎকারে রাস্তার মাঝখানে থেমে গেলেন।

লোকটি বলল, হে মহামান্য রাজ অধিরাজ! আপনি দীর্ঘ সাত বছর যাবত যে মহিলার তত্ত্বাবধানে ছিলেন এবং যার আদরে সম্মান সহকারে দিন কাটিয়েছেন সে আজ পাগল হয়ে বনে-জঙ্গলে দিন কাটাচ্ছে, আর আপনার নাম জপ করে চলেছে। এমতাবস্থায় যদি আপনি তাঁকে অন্তত একবার দর্শন দিতেন তাহলে বোধহয় তাঁর সুস্থতা ফিরে আসত। অতএব আপনি দয়া করে তাঁর জন্য কিছুটা সময় নষ্ট করুন।

হযরত ইউসুফ (আঃ) লোকটির কথা শুনে যেন স্তম্ভিত হয়ে গেলেন। নির্বাক নিশ্চল অবস্থায় কিছু সময় দাঁড়িয়ে থেকে বললেন, সে এখন কথায় আছে? কিভাবে তাঁর সাথে সাক্ষাৎ করা সম্ভব? লোকটি বলল, আপনি যদি নির্দিষ্ট একটা সময় দেন তবে আমি যথাস্থানে হাজির করব। হযরত ইউসুফ (আঃ) বললেন, আগামী দিন ভোর বেলা আমি জোলেখার মহলে উপস্থিত হব। লোকটি বলল, জাহাপনা! যথা আজ্ঞা। হযরত ইউসুফ (আঃ) পরের দিন ভোরবেলা কিছু লোক লস্কর নিয়ে জোলেখার মহলের দিকে রওয়ানা করলেন। কিছু দূর অগ্রসর হতেই দেখলেন রাস্তার মাঝখানে এক মহিলা শায়িত অবস্থা রয়েছে এবং কিছু দূরত্বে কয়েক জন মহিলা গাছের ছায়ায় বসে আছে।

সূত্রঃ কুরআনের শ্রেষ্ঠ কাহিনী

হযরত ইউসুফ (আঃ)-এর বিবাহ-২য় পর্ব পড়তে এখানে ক্লিক করুন

You may also like...

দুঃখিত, কপি করবেন না।