হযরত আবু হোরায়রা (রাঃ) এর দাওয়াত প্রদান
হযরত আবু হোরায়রা (রাঃ) বলেন, আমার মা মুশরিক ছিলেন। আমি তাহাকে ইসলাম গ্রহণের দাওয়াত দিতাম। এক দিন তাহাকে ইসলামের দাওয়াত দিলে তিনি আমাকে রাসূল (সাঃ) সম্পর্কে কিছু অপ্রীতিকর কথা শুনাইয়া দিলেন। আমি কাঁদতে কাঁদতে রাসূল (সাঃ) খেদমতে হাজির হইয়া বলিলাম, ইয়া রাসূলাল্লাহ, আমি আমার মাকে ইসলামের প্রতি দাওয়াত দিতাম, কিন্তু তিনি সবসময়ই অস্বীকার করিতেন। আজ আমি তাহাকে দাওয়াত দিলে তিনি আমাকে আপনার সম্পর্কে কিছু অপ্রীতিকর কথা শুনাইয়া দিয়াছেন। আপনি দোয়া করুন, যেন আল্লাহ তায়ালা আবু হোরায়রার মাকে হেদায়াত দান করুন। রাসূল (সাঃ) দোয়া করিলেন, আয় আল্লাহ, আবু হোরায়রার মাকে হেদায়াত দান করুন। হযরত আবু হোরায়রা (রাঃ) বলেন, রাসূল (সাঃ)-এর দোয়ায় আনন্দিত হইয়া উহা ভিতর হইতে বন্ধ। ভিতর হইতে মা আমার পায়ের শব্দ পাইয়া বলিলেন, হে আবু হোরায়রা, একটু দাঁড়াও। আমি গোসলের পানি পড়ার শব্দ শুনিতে পাইলাম। আমার মা কামীস পরিধান করিলেন এবং তাড়াতাড়ির দরুন ওড়না মাথায় না দিয়া দরজা খুলিয়া দিলেন। দরজা খুলিতেই বলিলেন, হে আবু হোরায়রা, আমি সাক্ষ্য দিতেছি যে, হযরত মুহাম্মাদ (সাঃ) আল্লাহর রাসূল। হযরত আবু হোরায়রা (রাঃ) বলেন, আমি রাসূল (সাঃ)-এর নিকট যাইয়া এই সংবাদ দিলাম। তিনি আল্লাহ তায়ালার প্রশংসা করিলেন এবং দোয়া দিলেন।
অপর এক রেওয়াতে আছে, হযরত আবু হোরায়রা (রাঃ) বলেন, খোদার কসম, ইমানদার যে কোন পুরুষ বা নারী আমার কথা শুনিবে সে নিশ্চয় আমাকে মুহাব্বত করিবে। বর্ণনাকারী বলেন, আমি জিজ্ঞাসা করিলাম, আপনি ইহা কিভাবে জানিলেন। তিনি বলিলেন, আমি আমার মাকে দাওয়াত দিতাম। অতঃপর বাকী অংশ উপরোক্ত হাদিস অনুযায়ী বর্ণনা করিয়া পরিশেষে বলিয়াছেন যে, আমি দৌড়াইয়া রাসূলাল্লাহ (সাঃ)-এর খেদমতে হাজির হইলাম। আনন্দের আতিশয্যে আমি কাঁদিতেছিলাম যেমন পূর্বে মনোবেদনার কারণে কাঁদিয়াছিলাম। আমি বলিলাম, ইয়া রাসূলাল্লাহ! সুসংবাদ গ্রহণ করুন। আল্লাহ তায়ালা আপনার দোয়া কবুল করিয়াছেন এবং আল্লাহ তায়ালা আবু হোরায়রার মাকে ইসলামের প্রতি হেদায়াত দান করিয়াছেন। তারপর বলিলাম, ইয়া রাসূলাল্লাহ, আল্লাহর নিকট দোয়া করুন যেন তিনি সকল মুমিন পুরুষ ও নারীর অন্তরে এবং প্রত্যেক মুমিন পুরুষ ও মুমিনাহ নারীর অন্তরে আমার ও আমার মায়ের মুহব্বাত পয়দা করিয়া দেন। অতএব রাসূল (সাঃ) দোয়া করিলেন, আয় আল্লাহ! প্রত্যেক মুমিন পুরুষ ও মুমিনাহ নারীর অন্তরে আপনার এই ছোট্ট বান্দা ও তাহার মায়ের মুহব্বাত
পয়দা করিয়া দিন। কাজেই প্রত্যেক মুমিন মুমিনাহ আমার নাম শুনামাত্রই আমাকে মুহব্বাত করে। (ইবনে সা’দ)
সূত্রঃ হায়াতুস সাহাবা