হযরত আবু আমর নাখীল (রঃ) – শেষ পর্ব
হযরত আবু আমর (রঃ)- এর উপদেশগুলি খুবই মূল্যবান। তিনি বলতেনঃ
১। দাস যতক্ষণ পর্যন্ত তার আমলকে অহমিকা মুক্ত না করে, ততক্ষণ পর্যন্ত সে খাঁটি দাস হতে পারে না।
২। যে ব্যক্তি যথা সময়ে ফরজ নামায আদায় করে না, আল্লাহ তার জন্য ফরজের স্বাদ গ্রহণ হারাম করে দেন।
৩। কোন কাজে প্রবৃত্তির সন্তোষ বান্দার পক্ষে বিপদের কারণ।
৪। নিজেকে যে গৌরাবান্বিত মনে করে, তার দ্বারা সহজেই পাপ হতে পারে।
৫। ভিত্তি যার ভালো, তার পরিণতিও ভালো।
৬। যিনি নিজের সম্মান উপেক্ষা করতে পারেন, তাঁর পক্ষে সংসার বিরাগী ও দুনিয়ার লোকের প্রতি পিঠ ফেরানো খুব সহজ।
৭। যিনি আল্লাহর কাজে অবিচল, তাঁর পিঠ কখনও বাঁকা হয় না। আবার আল্লাহ থেকে যে ব্যক্তি বেঁকে যান, তিনি কখনও সোজা হতে পারেন না।
৮। যার মন ও চিন্তা পবিত্র, তাঁর কথাও পবিত্র হয় এবং কাজও হয় পরিষ্কার।
৯। আল্লাহর দরবারে তাঁর মারেফাতের সম্মান কতখানি, এটা যিনি জানতে চান, তাঁর উচিত এবাদত ও ধর্মাচরণে তাঁর ভয় কতটুকু তা লক্ষ্য রাখা।
১০। আল্লাহ ছাড়া আর কারও সাথে বন্ধুত্ব স্থাপন ভয়ের কারণ।
১১। আল্লাহর প্রতি ভালো ধারণা পোষণ করা নির্ভরতার সর্বনিম্ন স্তর।
১২। আল্লাহর আদেশ-নিষেধ পালনে ধৈর্য ও সহিষ্ণুতা অবলম্বন করা একান্ত জরুরী।
সূত্রঃ তাযকিরাতুল আউলিয়া