মৃত থেকে জীবিত হওয়া ব্যক্তির মৃত্যুকষ্টের স্বীকার

আল্লামা আইনি বলেন, আমি একজন মৃত লোককে আল্লাহর কুদরতে জীবিত হতে দেখেছি। তাকে জিজ্ঞাসা করলাম, মৃত্যুর সময় তোমার কেমন অনুভব হয়েছে? সে বললো, আমি ৫০ বছর পূর্বে মৃত্যুবরণ করেছিলাম, এখনও আমার মৃত্যুর কষ্ট অনুভব হয়। আওযায়ী বলেন, আমি একটি কথা জানতে পেরেছি যে, মৃত্যুর কষ্ট ক্বিয়ামত পর্যন্ত অনুভব হবে।

হযরত সাদ্দা ইবনে আউস (রাঃ) বলেন, মৃত্যু দুনিয়া এবং আখিরাতের সমস্ত কষ্ট থেকে বেশি কঠিন। করাত দিয়ে জীবন্ত শরীর কাঁটলে যে কষ্ট হবে এর চেয়েও বেশি কষ্ট হয়। কেঁচি দ্বারা কাঁটলে যেমন কষ্ট অনুভব হয়, এর চেয়েও বেশি কষ্ট। ডেকচির ভিতর গরম পানিতে সিদ্ধ করার চেয়েও কঠিন।

যদি মৃত ব্যক্তি কবর থেকে উঠে মৃত্যুর কষ্ট বর্ণনা করত, তাহলে দুনিয়ার কোণ মানুষ আরাম আয়েশের মাঝে থাকত না। মানুষের চোখে ঘুম আসতো না। মৃত্যুর চিন্তায় পেরেশান হয়ে যেত।

You may also like...

দুঃখিত, কপি করবেন না।