বদর যুদ্ধে ইবলীসের ব্যাকুলতা
হযরত রিফাআহ বিন রাফিই আনসারী (রাঃ) বলেছেনঃ বদর যুদ্ধে ফিরিশতাদেরকে মুশরিকদের হত্যা করতে দেখে ইবলীস ভয়ের চোটে জান বাঁচানোর জন্যে পালাতে শুরু করে। হারিস বিন হিসাম (আবু জাহল) ইবলীসকে সারাক্কাহ বিন মালিক ভেবে ধরতে যায়।
ইবলীশ তখন আবূ জাহলের বুকে এমন এক ঘুসি মারে যে, সে পড়ে যায়। তারপর ইবলীস ওখান থেকে পালিয়ে নিজেকে সমুদ্রে নিয়ে গিয়ে ফেলে এবং হাত তুলে এই দুআ চায়- হে আল্লাহ্! (কিয়ামত পর্যন্ত বেঁচে থাকার) যে অবকাশ আমাকে দেওয়া হয়েছে, আমি তা ভিক্ষা চাইছি আপনার কাছে।
হযরত মাঅমার (রহঃ) বলেছেনঃ যুদ্ধশেষে মক্কার কাফিররা সারাক্কহ বিন মালিকের কাছে গিয়ে তার উপর হাত ছাড়িয়ে পালিয়ে আসার অভিযোগ চাপালে সে তা অস্বীকার করে বলে, অমন কোনও কথা তো আমি বলিনি।