পিতা ও পুত্রের মিলন (হযরত ইউসুফ (আঃ)-এর কাহিনী)-৪র্থ পর্ব

পিতা ও পুত্রের মিলন (হযরত ইউসুফ (আঃ)-এর কাহিনী)-৩য় পর্ব পড়তে এখানে ক্লিক করুন

হযরত ইউসুফ (আঃ) পিতাকে রাজমহলের এক সুরম্য অট্টালিকায় বসবাসের ব্যবস্থা করে দিলেন এবং ভাইদের প্রত্যেককে বসবাসের জন্য উন্নতমানের ইমারতের এন্তেজাম করে দিলেন। হযরত ইয়াকুব (আঃ)-এর আত্নীয় স্বজন, এবং প্রতিবেশী যারা তাঁর সঙ্গে এসেছিলেন, তাঁদেরকে উত্তমরূপে মেহমানদারী করে যাত্রা কালে সকলকে খাদ্যশস্য, স্বর্ণ ও রৌপ্য, রেশমি পশমি কাপড় ইত্যাদি অনেক কিছু দিয়ে তাঁদের উট বোঝাই করে দিলেন। উপরুন্ত ইয়েমেনবাসীর জন্য আরো অতিরিক্ত একশত উটে খাদ্য-শস্য বোঝাই করে এই সাথে পাঠিয়ে দিলেন।

হযরত ইয়াকুব (আঃ) কয়েকদিন পরে মিশরের বৃদ্ধ রাজার সঙ্গে দেখা করতে গেলেন। রাজা পূর্ব হতে শয্যাশায়ী ছিলেন। হযরত ইয়াকুব (আঃ) এর আগমনের খবর শুনে তিনি উঠে বসলেন এবং তাঁর সাথে করমর্দন করলেন। অতপর বললেন, আপনার পুত্র ইউসুফ (আঃ) এক বিরল চরিত্রের ছেলে। যার ব্যবহারে আমি মুগ্ধ। তাঁর চরিত্র নির্মল, তাঁর ধর্মানুরাগ প্রখর, তাঁর মহানুভবতা দৃষ্টান্ত বিহীন ও তাঁর ধৈর্য অসাধারণ। তাই আমি তাঁকে মনে প্রাণে শ্রদ্ধা করি। তাঁর যথাযোগ্য মর্যাদা আমি দিতে পারি নি। আজ আমি তাঁকে আপনার সম্মুখে মিশরের রাজমুকুট পড়িয়ে চিরিদিনের জন্য সিংহাসনে সমাসীন করতে চাই।

আমার আত্নীয়-স্বজন ও সন্তানাদী বর্তমান থাকা সত্ত্বেও আমি রাষ্টে ইনসাফ প্রতিষ্টার লক্ষ্যে আর কাঊকে পছন্দ করতে পারি নি। আপনি আমার এহেন খালেছ নিয়তের পরিপূর্ণতার জন্য দোয়া করুন এবং আমাকে তওবা এস্তেগফার করার সঠিক তালীম দান করুন। আমি বিনিময়ে আপনাকে কিছু দিয়ে সন্তুষ্ট করতে পারব না। তবে বনিয়ামিনকে আগামীতে মিশরের প্রধানমন্ত্রীর দায়িত্ব অর্পণ করার জন্য আমি অছিয়াত করে যাব।

সূত্রঃ কুর আনের শ্রেষ্ঠ কাহিনী

পিতা ও পুত্রের মিলন (হযরত ইউসুফ (আঃ)-এর কাহিনী)-১ম পর্ব পড়তে এখানে ক্লিক করুন

You may also like...

দুঃখিত, কপি করবেন না।