ছামুদ সম্প্রদায়ের ধর্মীয় অবস্থা ও দ্বীনের দাওয়াত
পূর্ববর্তী সম্প্রদায়গুলোর ন্যায় ছামুদ সম্প্রদায়ও মূর্তি পূজক ছিল। মহান সৃষ্টিকর্তা আল্লাহ্ পাককে বাদ দিয়ে মূর্তি পূজা ও শিরকের মধ্যে লিপ্ত হয়ে পরেছিল। তাঁদের সংশোধন ও হেদায়েতের জন্য আল্লাহ্ পাক হযরত ছালেহ (আঃ) কে প্রেরণ করলেন।
হযরত ছালেহ (আঃ) নবুয়ত প্রাপ্ত হওয়ার পর স্বীয় সম্প্রদায়কে শিরক ও মূর্তি পূজা ত্যাগ করে আল্লাহ্ পাকের ইবাদাতের প্রতি আহ্বান করলেন। হযরত ছালেহ (আঃ) তাদেরকে বিভিন্নভাবে উপদেশ প্রদানের মাধ্যমে সৎপথে আনয়ন করার চেষ্টা করেন। তিনি তাদের প্রতি আল্লাহ্ পাকের প্রদত্ত নিয়ামতের উল্লেখ করেন এবং তাঁদের কৃত পাপের জন্য মহান আল্লাহ্ পাকের কাছে ক্ষমা প্রার্থনা করার আহ্বান জানান।
কিন্তু তাঁর সম্প্রদায়ের লোকেরা তাঁর নসিহত ও উপদেশ কবুল করে নিজেরা গোমরাহী হতে পরিত্রাণ পেয়ে সৎ ও সঠিক পথ অবলম্বন করাতো দূরের কথা বরং তারা তাঁকে পথভ্রষ্ট বলে প্রমাণ করার পিছনে লেগে পড়ল। তারা বলতে লাগল যে, নবুয়তের দাবী করার পূর্বে হযরত ছালেহ (আঃ) এর মধ্যে উত্তম গুনাবলী ও তাঁর যোগ্যতা দেখে তারা আশা করছিল যে, তিনি তাঁদের সম্প্রদায়ের নেতৃত্ব দিবেন। তারা হযরত ছালেহ (আঃ) কে সামনে রেখে পূর্ব পুরুষদের ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করে যাবে। কিন্তু নবুয়তের দাবী করার পর তাঁদের সমস্ত আশা-ভরসা ভেসে গেল। কারণ এখনতো তিনি পিতৃপুরুষদের ধর্মীয় আচার অনুষ্ঠান ত্যাগ করে একমাত্র আল্লাহ্ পাকের ইবাদাতের দিকে আহ্বান করতেছ। অধিকন্ত যে কোন মূল্যের বিনিময়ে তারা স্বীয় পিতৃপুরুষের বাতিল উপাস্যদের ত্যাগ করতে রাজী নয়। তাই তারা হযরত ছালেহ (আঃ) কে জবাব দিয়ে দিল যে, হে সালেহ! নবুয়ত দাবীর পূর্বে তুমি আমাদের নিকট আশার স্থল হিসেবে পরিগণিত হতে। এখন তুমি আমাদেরকে এমন সব বস্তুর উপাসনা করতে নিষেধ করতেছ আমাদের পূর্ব পুরুষগণ যেগুলোর উপাসনা করত। আর যে দ্বীনের দিকে তুমি আমাদেরকে আহ্বান করতেছ আমরা তা সম্পর্কে খুব সন্দেহের মধ্যে রয়েছি। আর তা আমাদেরকে কিংকর্তব্য বিমুঢ় করে রেখেছে।
হযরত ছালেহ (আঃ) তাঁর উত্তরে বললে, হে আমার সম্প্রদায়ের লোক! তোমারই বল যদি আমি স্বীয় প্রতিপালকের পক্ষ হতে উজ্জল প্রমানসহ কায়েম থাকি এবং আল্লাহ্ পাক স্বীয় পক্ষ হতে আমাকে নবুয়ত প্রদান করে আমার প্রতি অনুগ্রহ করে থাকেন আর আমি যদি তাঁর অবাধ্য হয়ে যাই এবং তোমাদের কথামত দাওয়াত ও তাবলীগের কাজ বর্জন করি তা হলে আল্লাহ্র আযাব হতে আমাকে কে বাঁচাবে? সুতরাং তোমারা আমাকে এরূপ খারাপ পরামর্শ হতে বিরত থাক।