আছিয়ার প্রার্থনা-পর্ব ২
আছিয়ার প্রার্থনা-পর্ব ১ পড়তে এখানে ক্লিক করুন
সে আমার মনের বেদনা বুঝতে পারুক, তার মনের অন্যায় মোহ ভেঙ্গে যাক, সে তোমার উপরে আকৃষ্ট হয়ে পড়ুক এবং তোমার উপাসনার প্রয়োজনীয়তা উপলব্ধি করতঃ নিজেকে তোমার বন্দেগীর মাঝে উতসর্গ করুক। আমি তাকে নিয়ে একই সঙ্গে মনের আনন্দে তোমার আর্চনায় মগ্ন হয়ে থাকি।
প্রভু! তোমার অগোচরে কোন কিছু নেই। তুমি তোমার এ দাসীর অবস্থা সবই তো দেখতেছ, যখন তোমার নামের মহিমা কীর্তন করতে নিমগ্ন হই, তখন স্বামীর অপকীর্তির কথা হৃদয়-মধ্যে ভেসে উঠে দুঃখের আগুনে অন্তর-মন উত্তপ্ত হয়ে উঠে। তাতে তোমার নাম স্মরণেও ব্যাঘাত সৃষ্টি হয়। জানি না আমার এ ত্রুটি তোমার নিকটে ক্ষমার যোগ্য কিনা; তবে প্রভু হে!
তোমার অজানা নয় যে, আমার এ ক্রুটি-অপরাধ ইচ্ছাকৃত নয়। শুধু স্বামীর কারণে অনিচ্ছাকৃতভাবে এ অপরাধ করছি। তুমি আমার এ ক্রুটির মূল কারণটিকে নির্মূল কর। আমার স্বামীর অবস্থা সংশোধন কর।
হে মহামহিম গাফুরুর রাহীম! তোমার এ নামের কৃপায় তুমি স্বামীর অপরাধরাশি মোচন করে তার কল্যাণ সাধন কর। তার উপর হতে তোমার ভীষণ গজবের বালা উঠিয়ে নিয়ে যাও।
হে বিশ্বের প্রভু! তুমি তোমার এ দাসীর প্রতি যে অকৃপন দান প্রদর্শন করেছ তাতে তোমার নিকট আমি কৃতজ্ঞ। এতবড় বিশাল সাম্রাজ্যের সম্রাজ্ঞীর আসন আমি তোমার কৃপায় লাভ করেছি। আমার পার্থিব ভাগ-বিলাস, সুখ-শান্তি, ঐশ্বর্য-সম্পদের কোন অপ্রাচুর্য নেই। দিবানিশি শত সহস্র দাসী আমার হুকুম তামীল করতে মোতায়েন। দুনিয়াতে এ সৌভাগ্য কতজন নারী লাভ করেছে? কিন্তু হে প্রভু! তুমি আমাকে এসব কিছু দান করেও আমাকে প্রকৃত সুখ এতটুকু দাও নি। মনে হয় তুমি আমাকে এ জগতে সর্বপেক্ষা দুঃখিনী করে পাঠিয়েছ।