২ নম্বর কাফন চোরের ছেলে

বিপ্লব সাধনের জন্যে যারা আন্দোলন করছে আমরা তাদের বিরোধিতা করি না। তবে বিপ্লব সাধিত হওয়ার মাধ্যমে যেন ভালটা আসে, মন্দটা না আসে। এখন যারা ক্ষমতায় আছে আমরা বলি তারা খারপ। কিন্তু এদের চেয়ে খারাপ যদি ক্ষমতায় আসে তখন এরা যে কত ভাল তা’মনে পড়বে।

যেমন এক কাফন চোর ছিল সে কবর খুড়ে কাফন চুরি করতো। মানুষ তার উপরে খুব বিরক্ত হয়ে গিয়েছিল। তার মৃত্যুর জন্য সবাই দোয়া করতে লাগলো। অবশেষে সে কাফন চোরের একদিন মৃত্যু হলো।

তার মৃত্যুর পর তার ছেলে কাফন চুরির কাজটি শুরু করলো। সে কাফন চুরি করত এবং অতিরিক্ত আরেকটি কাজ করতো। অর্থাৎ কাপড় খুলে নেওয়ার পর লাশের পাছায় লোহার পেরেক ঠুকে যেতো।

তখন লোকেরা তার বাপকেই ভাল বলতে লাগল যে আগের চোরটাই ভাল ছিল। সে শুধু কাফন চুরি করতো। লাশের সাথে এ আচারণ করতো না। আর এ জালেমটা কাফনও চুরি করে আবার এ অনর্থক কাজটিও করে।

সুতরাং দেশে ব্যাপারেও যেন সে রকম না হয়। বিপ্লব করতে গিয়ে যেন এদের আসনে বেশি খারাপ লোক না আসে।

আরো পড়তে পারেন...

নবী জীবনের গল্প

আজকের আসরে আমরা এমন এক মহামানবের কথা বলব- তাঁর চেয়ে উত্তম কোনো সন্তান আজ পর্যন্ত…

লোভী পিঁপড়া

‘লোভে পাপ, পাপে মৃত্যু’ কিংবা ‘লোভের ফল ভাল নয়’-এই প্রবাদ দু’টি সবাই জানে। এ প্রবাদ…

হৃদয়ের ব্যাধি সারানোর উপায় !

এক ব্যক্তি এসে সুফয়ান আস- সাওরীকে জিজ্ঞেস করলোঃ “আমি হৃদয়ের ব্যাধিতে ভুগছি, আমাকে কোনো প্রতিষেধক…

২ নম্বর কাফন চোরের ছেলে

বিপ্লব সাধনের জন্যে যারা আন্দোলন করছে আমরা তাদের বিরোধিতা করি না। তবে বিপ্লব সাধিত হওয়ার মাধ্যমে যেন ভালটা আসে, মন্দটা না আসে। এখন যারা ক্ষমতায় আছে আমরা বলি তারা খারপ। কিন্তু এদের চেয়ে খারাপ যদি ক্ষমতায় আসে তখন এরা যে কত ভাল তা’মনে পড়বে।

যেমন এক কাফন চোর ছিল সে কবর খুড়ে কাফন চুরি করতো। মানুষ তার উপরে খুব বিরক্ত হয়ে গিয়েছিল। তার মৃত্যুর জন্য সবাই দোয়া করতে লাগলো। অবশেষে সে কাফন চোরের একদিন মৃত্যু হলো।

তার মৃত্যুর পর তার ছেলে কাফন চুরির কাজটি শুরু করলো। সে কাফন চুরি করত এবং অতিরিক্ত আরেকটি কাজ করতো। অর্থাৎ কাপড় খুলে নেওয়ার পর লাশের পাছায় লোহার পেরেক ঠুকে যেতো।

তখন লোকেরা তার বাপকেই ভাল বলতে লাগল যে আগের চোরটাই ভাল ছিল। সে শুধু কাফন চুরি করতো। লাশের সাথে এ আচারণ করতো না। আর এ জালেমটা কাফনও চুরি করে আবার এ অনর্থক কাজটিও করে।

সুতরাং দেশে ব্যাপারেও যেন সে রকম না হয়। বিপ্লব করতে গিয়ে যেন এদের আসনে বেশি খারাপ লোক না আসে।

আরো পড়তে পারেন...

ভাঙ্গা খেলনার গল্প

রাতুল ছিল তার বাবা-মায়ের একমাত্র আদরের সন্তান। তার কোনো কিছুরই অভাব ছিল না। সে যা…

সীতাভোগ খাওয়ার জ্বর

গোপাল আর তার প্রাণের বন্ধু নেপাল নৌকায় করে একবার চাঁদপুর যাচ্ছিল। নৌকোয় ছয়জন মাঝি ছাড়া…

লোকসান দু’পয়সা

গোপাল একবার নদীর ঘাটে ঘাটের ইজারা নিয়েছিল। নদীর ফেরী ঘাটের ইজারাদার গোপাল ভাড়া ছয় পয়সা…