হাদীস শরীফে হযরত ওমর (রাঃ) এর মর্যাদা
হযরত মুহাম্মদ (সাঃ) বললেন, আমি জান্নাতে গিয়ে একটি স্বর্ণ দ্বারা নির্মাণ প্রাসাদ দেখে ফেরেস্তাগণকে জিজ্ঞেস করলাম যে, এটা কার জন্য প্রস্তুত করা হয়েছে? তখন ফেরেস্তাগণ বললেন, এটা তৈরি করা হয়েছে হযরত ওমর (রাঃ) এর জন্য।
হযরত মুহাম্মদ (সাঃ) বললেন, আমার পরে যদি কেউ নবী হওয়ার আদেশ থাকত তাহলে হযরত ওমর (রাঃ)-ই হত। মুহাম্মদ (সাঃ) সাহাবীগণের সভায় বললেন, একজন জান্নাতী মানুষ তোমাদের মাঝে আগামন করবে অতঃপর হযরত ওমর (রাঃ) আগমন করলেন।
একদা হযরত মুহাম্মদ (সাঃ) আবু বকর সিদ্দীক (রাঃ) কে এক হাতে আরেক হাতে হযরত ওমর (রাঃ) এর হাত ধরে বললেন, কিয়ামতের দিন আমরা তিনজন এভাবেই উঠব।