হযরত শামুয়েল (আঃ) এর আশ্চার্য সিন্দুক-১ম পর্ব
তিয়ার ময়দান থেকে বের হয়ে হযরত ইউসা (আঃ) বনি ইসরাইলদের কে নিয়ে সিরিয়া থেকে আরম্ভ করে বহু দেশ জয় করেন এবং এক বিশাল সম্রাজ্য প্রতিষ্ঠা করেন। সেখানে বনি ইসরাইলরা ধীরে ধীরে চরম বিলাশিতা ভোগ ও দায়িত্বহীনতায় আক্রান্ত হয়। তারা নবীদের যাবতীয় আর্দশ ও শিক্ষা সম্পর্ণ ভুলে গিয়ে জঘন্য পাপে লিপ্ত হয়। এমন কি তাদের পিতা মাতা গুরুজন ও আলেম বোজর্গদের কোন উপদেশ প্রতি সম্মান প্রদর্শন করা পর্যন্ত ত্যাগ করে। তখন তাদের প্রতি আল্লাহ তায়ালা অসন্তুষ্ট হন এবং তাদের ভাগ্যে নেমে এসে ধ্বংস ও অধপতন।
সিরিয়া বিজয়ের সময় সেখানের অধিবাসি এমেলেকা সম্প্রদায় বনি ইসরাইলদের আক্রমণের ফলে দেশ ছেড়ে অনেক পশ্চিম গিয়ে বসতি স্থাপন করে। তারা সেখানে ধীরে ধীরে শক্তি সঞ্চয় করতে থাকে এবং শিক্ষা দিক্ষা অর্জন করে। ফলে তারা এক সময় শক্তি শালী জাতিতে পরিণীত হয়। তখন তারা তাদের পূর্ব পুরুষের দেশ সিরিয়া পুনরুদ্ধারের সংকল্প গ্রহন করে। তারা অস্ত্র-সস্ত্র, ধন সম্পদ ও রসদ, সংগ্রহের অভিজান চালিয়ে এক বিরাট শক্তির অধিকারি হয়। অতপর একসময় তারা বনি ইসরাইলদের প্রতি ঝটিকা আক্রমণ চালায়।
বনি ইসরাইলরা এমেলেকা সম্প্রদায়ের আক্রমণ সম্বদ্ধে আদৌ কোন খবর রাখত না। তারা বিলাশ বহুল জীবন যাপনের নেশায় অচেতন ছিল। এমন সময় এমেলেকাদের আক্রমনে তারা যুদ্ধ প্রস্তুতি নিতে তারা আর সক্ষম হল না। ভাগ্যহতরা অতি সহজে পরাজয় বরণ করে। কতক বন্দি হল, কতক নিহত হল এবং কতক দেশ ত্যাগ করতে বাধ্য হল। তাদের দীর্ঘদিনের আয়েশ আরামের রাজ মহল চূর্ন বিচূর্ন হয়ে গেল। এমেলেকা সম্প্রদয়ের নিকট তারা দাস দাসিরুপে জীবন যাপনের অধিকার পেল।
বনি ইসরাইলদের আল্লাহ তায়ালা একটি নিয়ামত দান করে ছিল তার নাম ছিল তাবুত। তাবুত নামের জিনিস টি হল একটি লোহার সিন্ধুক যার ভিতরে ছিল নবীদের তোহফা। হযরত মুছা (আঃ) এর লাঠি হযরত হারুন (আঃ) পাগড়ি, তিয়া ময়দানে প্রাপ্ত মোনোয়া ছালোয়ার কিছু শুষ্ক খাদ্য ও পাথরে লিপিদ্ধ তৌরাত কিতাবের কিছু অংশ। এ তাবুত ছিল খুবই বরকতপূর্ণ। মানুষেরা যদি কোন নেক নিয়ত করে এটাকে প্রদক্ষিণ করে দোয়া করত তাহলে তা আল্লাহ কবুল করতেন।
কোন যুদ্ধ যাত্রার সময় যদি এটাকে প্রদক্ষিণ করে করে যাত্রা করা হত তাহলে বিজয় অবধারিত হত।
এমেলেকাদের আক্রমণে বনি ইসরাইলরা এমন ভাবে হতবুদ্ধি হয়ে গিয়েছিল যে তারা তাবুতের কথা একেবারেই ভুলে গিয়েছিল। আর যাদের এ কথা স্মরণ ছিল তারা তাবুতের নিকট গিয়ে দোয়া করার অবকাশ পাননি। ফলে জঘন্য পরাজয়ের গ্লানি মাথায় নিতে তারা বাধ্য হয়েছিল।
এমেলেকা সম্প্রদায় সিরিয়া বিজয়ের সাথে সাথে পার্শ্ববর্তী অন্যান্য রাষ্ট্র ও অঞ্চলে বিদ্রোহ দেখা দিল এবং সকল সঞ্চল থেকে বনি ইসরাইলদের বিতাড়িত করে দিল। এক কথায় বনি ইসরাইলদের বিশাল রাজ্য ভেঙ্গে খান খান হয়ে গেল। তারা সর্বত্র অপদস্ত হল। পলায়ন করল এবং দাস-দাসি রুপে জীবন কাটাতে বাধ্য হল। বাকি কতক লোক পালিয়ে গিয়ে মিশরে আশ্রয় নিল। এ সময় বিধর্মীরা বনি ইসরাইলদের নিকট থেকে কুদরতি সিন্দুক টি ছিনিয়ে নেয়।
সূত্রঃ কুরআনের শ্রেষ্ঠ কাহিনী
হযরত শামুয়েল (আঃ) এর আশ্চার্য সিন্দুক-২য় পর্ব পড়তে এখানে ক্লিক করুন