হযরত যুল কিফলের মোকাবেলায় শয়তান

হযরত আবদুল্লাহ বিন হারিস (রহঃ) বলেছেনঃ একদিন নবী তাঁর সাহাবীদের সম্বোধন করে বলেছিলেন তোমাদের মধ্যে এমন কে আছে, যে কখনও রাগ করবে না বলে কথা দেবে এবং এই গুনের বদৌলতে আমার মত মর্যাদায় পৌঁছবে। আর আমার  ইন্তেকালের পর আমার কওমের মধ্যে আমার দায়িত্ব পালন করবে?

এক যুবক বলেন, আমি কথা দিচ্ছি।

নবী ফের একবার সেই প্রস্তাব দিলেন।

যুবকটিও একই কথা বললেন।

 সুতরাং নবীর ইন্তেকালের পর যুবকটি তাঁর দায়িত্ব পালন করতে লাগলেন। সেই সময় শয়তানও তাঁকে রাগিয়ে তোলার চেষ্টা করতে লাগল। তখন তিনি তাঁকে দেখতে পায়নি। শয়তান ফের এসে তাঁকে রাগাতে লাগল। 

You may also like...

দুঃখিত, কপি করবেন না।