হযরত মুহাম্মদ (সাঃ)-এর মাতৃ বিয়োগ

যখন নবীজীর বয়স ছয় বছর তখন তাঁর মাতা হযরত আমেনা (রাঃ) শিশু মুহাম্মাদকে নিয়ে স্বামী আবদুল্লাহর কবর যিয়ারতের উদ্দেশ্যে মদিনায় গমন করেন। ধাত্রী উম্মে আইমানকে তিনি সাথে নিয়ে যান। মাসাধিক কাল যেখানে অবস্থান করার পর ফেরার পথে মোকামে আবাওয়া নামক স্থানে পৌঁছালে মাতা আমেনা রোগাক্রান্ত হয়ে পড়েন। জীবনের আশা ত্যাগ করেন।

মুমূর্ষ জননীর শিহরে বসে আছেন। মাতা আমেনা বালক মুহাম্মাদের কোমল চেহারার প্রতি তাকায়ে ব্যথিত অন্তরে এবং বিদীর্ণ বক্ষে এক গভীর দীর্ঘশ্বাস ফেলেন। পরিশেষে নীল আকাশের নিঃসঙ্গ শামিয়ানা তরে এতীম শিশুকে একাকী ফেলে শেষ নিঃসঙ্গ ত্যাগ করেন।

হযরত আমেনাকে আবাওয়াতেই দাফন করা হল। ধাত্রী উম্মে আইমানের সাথে বালক মুহাম্মাদ মক্কায় পৌঁছালেন।

আরো পড়তে পারেন...

নবী জীবনের গল্প

আজকের আসরে আমরা এমন এক মহামানবের কথা বলব- তাঁর চেয়ে উত্তম কোনো সন্তান আজ পর্যন্ত…

লোভী পিঁপড়া

‘লোভে পাপ, পাপে মৃত্যু’ কিংবা ‘লোভের ফল ভাল নয়’-এই প্রবাদ দু’টি সবাই জানে। এ প্রবাদ…

হৃদয়ের ব্যাধি সারানোর উপায় !

এক ব্যক্তি এসে সুফয়ান আস- সাওরীকে জিজ্ঞেস করলোঃ “আমি হৃদয়ের ব্যাধিতে ভুগছি, আমাকে কোনো প্রতিষেধক…

হযরত মুহাম্মদ (সাঃ)-এর মাতৃ বিয়োগ

যখন নবীজীর বয়স ছয় বছর তখন তাঁর মাতা হযরত আমেনা (রাঃ) শিশু মুহাম্মাদকে নিয়ে স্বামী আবদুল্লাহর কবর যিয়ারতের উদ্দেশ্যে মদিনায় গমন করেন। ধাত্রী উম্মে আইমানকে তিনি সাথে নিয়ে যান। মাসাধিক কাল যেখানে অবস্থান করার পর ফেরার পথে মোকামে আবাওয়া নামক স্থানে পৌঁছালে মাতা আমেনা রোগাক্রান্ত হয়ে পড়েন। জীবনের আশা ত্যাগ করেন।

মুমূর্ষ জননীর শিহরে বসে আছেন। মাতা আমেনা বালক মুহাম্মাদের কোমল চেহারার প্রতি তাকায়ে ব্যথিত অন্তরে এবং বিদীর্ণ বক্ষে এক গভীর দীর্ঘশ্বাস ফেলেন। পরিশেষে নীল আকাশের নিঃসঙ্গ শামিয়ানা তরে এতীম শিশুকে একাকী ফেলে শেষ নিঃসঙ্গ ত্যাগ করেন।

হযরত আমেনাকে আবাওয়াতেই দাফন করা হল। ধাত্রী উম্মে আইমানের সাথে বালক মুহাম্মাদ মক্কায় পৌঁছালেন।