হযরত মুসা (আঃ) এর মোজেযাপূর্ণ নয়টি ঘটনা-২য় পর্ব

হযরত মুসা(আঃ) এর মোজেযাপূর্ণ নয়টি ঘটনা-১ম পর্ব পড়তে এখানে ক্লিক করুন

হযরত মুসা (আঃ) এ অবস্থা দেখে অবাক হয়ে বললেন আল্লাহ তোমার অশেষ মেহের বানীতে দুটো বিরাট শক্তি আমি হাতে পেলাম। একটি হল আষা অপর টি হল ইয়াদে বয়জা। আল্লাহ তায়ালা বললেন এই দুটো আপনার প্রভুর অবদান। এখন আপনি ফেরাউন ও তার দলের নিকট চলে যান। তারা পথভ্রষ্ট তাদের কে দিনের দাওয়াত দিন। এটা আপনার প্রধান দায়িত্ব ও কর্তব্য। হযরত মুসা (আঃ) আল্লাহর নিকট আরজ করলেন, হে প্রভু! আমি আমার গর্ববতী স্ত্রী, মেষ গুলো ও চাকর বাকর সকল কে এক অজ্ঞাত জঙ্গলে নিকট রেখে এসেছি। দেখা শুনা করার কেউ নেই।

এই অবস্থায় আমি এখান থেকে মিশর এ ফেরাউন এর কাছে কি করে যাব? আল্লাহ তায়ালা বলেন, আমি আপনার বলার পুর্বেই বেহেশতের ফেরেস্তা দ্বারা আপনার স্ত্রীর যাবতীয় তদারকি ও আপনার  সন্তানের প্রতিপালনের ব্যবস্থা করেছি এবং বনের বাঘ সিংহ দ্বারা আপনার মেষ ও ছাগল গুলোকে পাহারা দিবার ব্যবস্থা করেছি। অতএব সে বিষয়ে আপনার চিন্তার কারন নেই। তবুও আপনি আপনার স্ত্রীর নিকট যান এবং তার নিকট সমস্ত সম্পদ রেখে আপনি রওনা করুন।  

হযরত মুসা (আঃ) তখন নিজ পরিবার পরিজন ও পশুগুলোর নিরাপত্তা সম্বন্ধে নিশ্চিত হলেন এবং মনে মনে ভাবলেন আল্লাহ তায়ালার সঙ্গে কথা বলার এ রকম সুযোগ আর কোন দিন আসে কি না বলা যায় না। অতএব এ মুহুর্তে আল্লাহ তায়ালার কাছ থেকে কিছু জরুরি দাবি পুরণ করে নেওয়া উচিৎ। তাই তিনি আল্লাহ তায়ালার দরবারে আরজ করে বললেন, হে প্রভু! আপনি আমার মনে সাহস বাড়িয়ে দিন। আমি যে স্পষ্ট কথা বলতে পারি না সে সমস্যা দূরীভূত করে দিন। আমার কথা ও ভাষার মাধুর্য্য এনে দিন। আমার বংশের থেকে আমার ভাই হারুন কে নবুয়তী দান করে আমার সঙ্গী করে দিন যেন আমার শক্তি বৃদ্ধি পায়। আমি যেন সর্বদা আপনার তাছবীহ পাঠ করতে পারি সে তৌফিক দান করুন।

হযরত মুসা (আঃ) আরও বলেন, হে প্রভু! আমি কিবতীয় দের একজন কে হত্যা করেছি। এখন আমি ভয় পাচ্ছি। তারা আমাকে পেলে হত্যা করবে। তারা আমাকে বিশ্বাস করবে না। অতএব,  আপনি আমাকে সকল বিপদ থেকে সাহায্য করুন। সকল ক্ষেত্রে রক্ষা করুন। আল্লাহ তায়ালা হযরত মুসা (আ) পরিপ্রেক্ষিতে এরশাদ করলেন। হে মুছা! আমি তোমার সকল দাবি পুরণ করে নিলাম এবং আপনার ভাইকে পয়গম্বরী দান করে আপনার সহযোগী করে দিলাম যাতে করে আপনার হাত শক্তিশালী হয়। সর্বপরি আপনাকে বিজয়ী করার প্রতিশ্রুতি দান করলাম এবং ফেরাউনের বংশ ধ্বংস করা ওয়াদা দিলাম। এখন আপনি নির্বিঘ্নে ফেরাউনের নিকট চলে যান। হযরত মুসা (আঃ) আল্লাহ তায়ালার দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করে তাবুর দিকে রওয়ানা করলেন। তাবুতে প্রবেশ করে দেখেন উজ্জ্বল চেহেরা মন্ডিত অনেক রমনী তার স্ত্রী কে ঘিরে সেবায় ব্যস্ত এবং বাচ্চাটিকে কোলে তুলে আদর করছে।

সূত্রঃ কুরআনের শ্রেষ্ঠ কাহিনী

হযরত মুসা(আঃ) এর মোজেযাপূর্ণ নয়টি ঘটনা-৩য় পর্ব পড়তে এখানে ক্লিক করুন

You may also like...

দুঃখিত, কপি করবেন না।