হযরত দাউদ (আঃ)-এর ইন্তেকাল-১ম পর্ব

হযরত দাউদ (আঃ) এর ইন্তেকালের কিছুদিন পূর্বে একদা হযরত জিব্রাইল (আঃ) একটি সিন্দুক নিয়ে হযরত দাউদ (আঃ) এর নিকট উপস্থিত হন।  অতপর তিনি হযরত দাউদ (আঃ) কে বলেন, হে আল্লাহর খলিফা! আপনি রাজ্যময় ঘোষণা দিন যে, এই সিন্দুকের মধ্যে কি আছে? সে কথা সঠিক ভাবে যে বলতে পারবে তাকেই খেলাফত ও রাজ্যর উত্তরধিকারী নির্বাচন করা হবে। 

হযরত দাউদ (আঃ) হযরত জিব্রাইল (আঃ) আদেশ অনুসারে নিজের পনের জন সন্তান ও বনি ইসরাইলদেরকে এক যায়গায় সমাবেত করে সিন্দুক সম্পর্কে জিজ্ঞেস করলেন।  এত আলেমের এর মধ্যে কেউ সদুত্তর দিতে সক্ষম হল না।  সর্বশেষে তাঁর ছোট ছেলে ছোলায়মান (আঃ) বললেন, হে পিতা! আপনি যদি আদেশ করেন তবে আমি এর রহস্য বলতে পারি।  হযরত দাউদ (আঃ) ছেলের বক্তব্য শুনে খুশি হলেন এবং তাকে উপস্থিত জনতার সম্মুখে সিন্দুকের ভিতরে খবর বলার জন্য আদেশ দিলেন।

হযরত ছোলায়মান (আঃ) প্রথমে আল্লাহ তায়ালার নাম মুখে উচ্চারণ করলেন অতপর  বললেন, ভাইসব সিন্দুকের মধ্যে আছে একটি হাতের আংটি,  একটি চাবুক ও একটি চিঠি।  এ কথা শুনে হযরত দাউদ (আঃ) সকলের সম্মুখে সিন্দুকটি খুলে দেখলেন।  হ্যাঁ ওর মধ্যে উক্ত তিনটি জিনিস রয়েছে।  তখন তিনি সকলকে লক্ষ্য করে বললেন,  তোমরা কে বলতে পার চিটির মধ্যে কি লেখা আছে।  এক কথায় কেউ উত্তর দিতে পারল না।   হযরত ছোলায়মান (আঃ)  বললেন, আব্বা! আপনি যদি আদেশ দেন আমি বলতে পারব।   হযরত দাউদ (আঃ) বললেন,বল চিঠির বিষয়বস্তু কি?  হযরত ছোলায়মান (আঃ) বললেন, চিঠির মধ্যে পাচটি বিষয় উল্লেখ করা রয়েছে।  ঈমান, প্রেম, বুদ্ধি, শালীলতা ও শক্তি।   হযরত দাউদ (আঃ) তখন জিজ্ঞেস করলেন, মানুষের শরীরে এ পাঁচটি গুনের অবস্থান স্থানের নাম বল?  হযরত ছোলায়মান (আঃ) তখন বললেন, ঈমান ও প্রেমের অবস্থান হচ্ছে মানুষের অন্তরে।  বুদ্ধির অবস্থান হল মস্তিকে। শালীনতা ও লজ্জাবোধের অবস্থান হল চোখ ও মুখে। শক্তির অবস্থান হল হাড্ডির মাঝে।

হযরত দাউদ (আঃ)-এর ইন্তেকাল-২য় পর্ব পড়তে এখানে ক্লিক করুন  

You may also like...

দুঃখিত, কপি করবেন না।