হযরত ছোলায়মান (আঃ) এর বিবাহ-৫ম পর্ব

হযরত ছোলায়মান (আঃ) এর বিবাহ-৪র্থ পর্ব পড়তে এখানে ক্লিক করুন

রাণীর প্রাস্তাবে সকলে একমত হল। রাণী উপঢৌকন প্রেরণ করে বুঝতে চেয়েছেন যে হযরত ছোলায়মান (আঃ) প্রকৃতপক্ষে একজন নবী। না একজন রাজ্য অধিপতি, যদি হযরত ছোলায়মান (আঃ) নবী হন, তাহলে তিনি উপঢৌকন প্রেরণ করবেন না। তিনি রাণীকে ইসলাম গ্রহনের জন্য চাপ সৃষ্টি করবেন। আর যদি তিনি একজন রাজ্য অধিপতি হন তাহলে তিনি উপঢৌকন করে তাকে বিয়ে করার প্রস্তাব পাঠাবেন। 

কাছেদের নিকট উপঢৌকন হিসাবে সাতখানি স্বর্ণের ও সাতখানি রৌপ্যের ইট, মনি মুক্তা, জহরত ও পান্না জাতীয় অনেক মূল্যবান পাথর দিলেন।   

সর্বোপরি স্বর্ণ সুতা দ্বারা তৈরি করা ঢাকনা কাপড় দিয়ে ঢেকে কাছেদদেরকে পাঠিয়ে দিলেন। কাছেদরা যথা সময়ে এসে হযরত ছোলায়মান (আঃ) এর দরবারে এসে পৌঁছল। হযরত ছোলায়মান (আঃ) তখন নিজ সিংহাসনে বসা ছিলেন। এক হাজার উজির তাঁর সামনে বসা ছিলেন। পাশে সৈন্য-সামন্ত, পাইক-পেয়াদা ও জীন-পরী, দৌত্য- দানবেরা নিজ নিজ অবস্থানে শাহান শাহের আদেশ নির্দেশর অপেক্ষায় কর জোড়ে দাঁড়িয়ে ছিল। 

এমন সময় হুকুম সরদার এসে খবর দিল রাণী বিলকিস উপঢৌকোন নিয়ে কাছেদ পাঠিয়েছে। হযরত ছোলায়মান (আঃ) এ খবর পেয়ে কাছেদ কে ভিতরে আসতে হুকুম দিলেন। কাছেদরা সম্মুখে অগ্রসর হয়ে দেখল রাজমহলের দেয়াল ছাদ সমস্তই স্বর্ণ ও রৌপ্যের তৈরি। এছাড়া সিংহাসনের চর্তুর পাশে মূল্যবান পাথর দ্বারা বিভিন্ন কারুকার্য খচিত। এগুলো দেখে নিজেদের আনা  উপঢৌকন অতি তুচ্ছ বলে তারা ভীষণ লজ্জিত হল। 

তারা এ নিয়ে সম্মুখে অগ্রসর হতেই লজ্জাবোধ করছিল। হুদহুদ পাখি এ সময় তাদের কে মনবল নিয়ে যথাযথ অগ্রসর হতে বলল। তখন তারা হযরত ছোলায়মান (আঃ) এর সম্মুখে যথাযথ সম্মান প্রর্দশন করে শাহী দরবারের রীতি বজায় রেখে উপঢৌকন পেশ করল। হযরত ছোলায়মান (আঃ) এ সব উপঢৌকন দেখে বলল, তোমরা কি আমাকে উপঢৌকন দিয়ে খুশি করতে এসেছ? এর চেয়ে আল্লাহ তায়ালা আমাকে অনেক বেশি দিয়েছেন, তোমরা এ  গুলো ফেরত নিয়ে যাও। 

তোমাদের রাণীকে গিয়ে বল যদি সে ইসলাম গ্রহন করতে অস্বীকার করে তাহলে আমি ও আমার সেনাদল নিয়ে তাঁর প্রতি আক্রমণ করব। তখন তাঁর রাজ্য লণ্ডভণ্ড হবে এবং তারা রাজ্যচ্যুত হয়ে অবমাননার কলঙ্কে নিয়ে অন্যত্র চলে যেতে বাধ্য হবে। কাছেদরা হযরত ছোলায়মান (আঃ) এর দরবার থেকে বিদায় নিয়ে রাণীর নিকট এসে হযরত ছোলায়মান (আঃ) এর মন্তব্য জানাল এবং তাঁর দরবার শান শওকতের  কথা বিস্তারিত ভাবে জ্ঞান করল।

হযরত ছোলায়মান (আঃ) এর বিবাহ-৬ষ্ঠ পর্ব পড়তে এখানে ক্লিক করুন

You may also like...

দুঃখিত, কপি করবেন না।