হযরত ইউসা (আঃ) এর জন্ম নবুয়াত প্রাপ্তি ও ধর্ম প্রচার-৩য় পর্ব

 হযরত ইউসা (আঃ) এর জন্ম নবুয়াত প্রাপ্তি ও ধর্ম প্রচার-২য় পর্ব পড়তে এখানে ক্লিক করুন  

এ কথা বলে বালাম বাউর এক নির্জন স্থানে (যেখানে বসে তিনি মাঝে মাঝে আল্লাহ্‌র এবাদাত করতেন) যাওয়ার উদ্দেশ্যে একটি গাধার পিঠে উঠেন। বালাম বাউর যখন গাধার পিঠে উঠেন তখন আল্লাহ্‌র কুদরতে গাধার জবান খুলে গেল। গাধা বলল, হে বালাম বাউর! তুমি রাজার জন্য দোয়া করিও না। কেননা তোমার এ দোয়া আল্লাহ্‌র নবীর বিরুদ্ধে হচ্ছে। তাই এটা তোমার জন্য ভীষণ পাপের কাজ হবে।

গাধার মুখে এ কথা শুনে বালাম বাউর চমকিয়ে উঠলেন এবং তখনই তিনি বাড়ীর দিকে ফিরতে শুরু করলেন। ঠিক এ মুহুর্তে ইবলীস শয়তান দরবেশের বেশে বালাম বাউরের নিকট এসে বলল, হে বালাম বাউর! সম্ভবত আপনি একটি ভাল কাজের উদ্দেশ্যে যাত্রা করতেছিলেন।

কিন্তু গাধার মুখে কি কথা শুনে শুভ কাজ হতে ফিরলেন? গাধা কি কখনো কথা বলতে পারে? স্বয়ং ইবলীশ শয়তান এসে গাধার মুখ থেকে তাঁর কথাটা বলিয়ে আপনাকে প্রাতারিত করেছে। আসলে আপনি যে উদ্দেশ্যে রওয়ানা হয়েছিলেন তা সফল হলে আপনার অনেক উপকার হবে। যেমন আপনার দোয়ায় দেশের রাজা জয়লাভ করলে আপনার প্রতি রাজার এবং দেশের জনগনের ভক্তি বৃদ্ধি পাবে। তখন তারা আপনার একান্ত বাধ্য ও অনুগত হবে। আর আপনি যেরূপ আল্লাহ্‌র প্রিয় বান্দা তাতে আল্লাহ্‌ পাক আপনাকে নবুয়তী দান করবেন।

 অতএব নবী হবার পর যখন আপনি লোকগণকে আল্লাহ্‌র পথে আহ্বান করবেন তখন আপনার প্রতি এ অগ্রীম অনুগত্য ও বাধ্যতা আপানার দ্বীনি দাওয়াতের ক্ষেত্রে বিশেষ অনুকুল ফল দান করবে। বিশেষতঃ আপানার পরমা সুন্দরী স্ত্রীও আপনার প্রতি অত্যন্ত সন্তষ্ট এবং একান্ত অনুগত থাকবে। বালাম বাউর ইবলীশ শয়তানের ধোকায় পড়ে পুনরায় সে নির্জন স্থানের দিকে রওয়ানা হলেন।

 যথাস্থানে পৌঁছে তিনি রাজার জয় লাভের জন্য দোয়া করতে থাকলেন। উল্লেখ্য যে বালাম বাউর আল্লাহ্‌র খাস নাম এসমে আজম হলো অব্যর্থ হাতিয়ার। তা পড়ে আল্লাহ্‌র পাকের দরবারে যা দোয়া করবে তাই আল্লাহ্‌ পাক কবুল করেন। আল্লাহ্‌ পাক বালাম বাউরের দোয়া কবুল করলেন। ফলে হযরত ইউসা (আঃ) রাজার সৈন্যদের সাথে যুদ্ধে পরাজয় করে পিছু হঠে আসলেন।

এ ঘটনায় হযরত ইউসা (আঃ) একেবারে বিষ্ময় বিমূঢ় হয়ে পড়লেন এবং আল্লাহ্‌র দরবারে হাত উঠিয়ে ক্রন্দনরত অবস্থায় ফরিয়াদ করতে লাগলেন, হে আল্লাহ্‌! আপনি আমার কোন দোষে আমাকে কাফিরদের কাছে অপমানিত করলেন? আল্লাহ্‌ পাকের নিকট হতে জবাব আসল হে ইউশা! বালাক রাজার রাজ্য এক দরবেশ আছে সে এসমে আজম জানে। সে এসমে আজম পড়ে আমার নিকট রাজার বিজয়ের জন্য দোয়া চেয়েছে বলে আমি তাঁর দোয়া কবুল না করে পারিনি।

 তখন হযরত ইউসা (আঃ) আল্লাহ্‌ পাকের দরবারে আরজ করলেন, হে আল্লাহ্‌! ঐ দরবেশ এসমে আজমের বদৌলতে মুসলমান ও দ্বীন ধর্মের প্রতি অত্যাচার করল এবং তাঁদেরকে অপদস্থ করল তা আপনি প্রত্যক্ষ করলেন? এরূপ হলে আমি কিভাবে আপনার খাঁটি ধর্ম এদেশে প্রচার করব? দয়া করে আপনি ঐ দরবেশের এসমে আজম ভুলিয়ে দিন। যাতে সে এসমে আজম পাঠ করে আপনার দরবারে আর দোয়া করতে না পারে।

আল্লাহ্‌ পাকের দরবারে হযরত ইউসা (আঃ) দোয়া কবুল হয়ে গেল। বালাম বাউর এসমে আজম ভুলে গেলেন। অতঃপর হযরত ইউসা (আঃ) পুনরায় তাঁর সেনাবাহিনী নিয়ে রাজার বিরুদ্ধে যুদ্ধ করতে আগ্রসর হলেন। রাজার সৈন্যগণও হযরত ইউসা (আঃ) এর সৈন্যদেরকে প্রতিরোধ করার জন্য অগ্রসর হল! কিন্তু এবার তারা হযরত ইউসা (আঃ) এর সম্মুখে টিকতে পারল না। তারা যুদ্ধ ক্ষেত্র থেকে পলায়ন করল।

বিপর্যয় দেখে রাজা দরবেশ বালাম বাউর কাছে উপস্থিত হয়ে বলল, হে বালাম বাউর! আপনি আমার যুদ্ধ জয়ের জন্য পুনরায় আল্লাহ্‌ পাকের দরবারে দোয়া করুন।

হযরত ইউসা (আঃ) এর জন্ম নবুয়াত প্রাপ্তি ও ধর্ম প্রচার-৪র্থ পর্ব পড়তে এখানে ক্লিক করুন  

You may also like...

দুঃখিত, কপি করবেন না।