হযরত ইউনুস (আঃ) -এর শহর ত্যাগ – ৫ম পর্ব

হযরত ইউনুস (আঃ) -এর শহর ত্যাগ – ৪র্থ পর্ব পড়তে এখানে ক্লিক করুন

ষষ্ঠ হলেন হযরত জাকারিয়া (আঃ)। তিনি সারা জীবন হেদায়েতের চেষ্টা করে অনেক লাঞ্ছিত হয়েছেন। উম্মতেরা তাঁকে অমানুষিক যন্ত্রণা দিয়েছে। শেষ পর্যন্ত তাঁকে গাছসহ করাত দিয়ে মাথা পা পর্যন্ত দুভাগ করে ফেলেছিল। তিনি এ বর্ণনাতীত যাতনার মধ্যেও আল্লাহর স্মরণ থেকে ক্ষণকাল বিরত থাকেন নি।

সপ্তম হলে হযরত মোহাম্মদ (সাঃ)। তিনি আপন আত্মীয়-স্বজনদের নিকট থেকেই অধিক যাতনা পেয়েছেন। তিনি দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছেন। তিনি ধর্মদ্রোহীদের মোকাবেলায় অনেক যুদ্ধে শরীক হয়েছেন। পরাজয়ের গ্লানি হাসিমুখে বরণ করেছেন। আহত হয়েছেন একাধিক বার। অর্থনৈতিক দৈন্যতায় তাঁকে যথেষ্ট পীড়ন সহ্য করতে হয়েছে দীর্ঘ দ্বীন। এ সব পরীক্ষা ও বাধা-বিপত্তি উৎরিয়ে তিনি যখন নিজ আদর্শ বজায় রাখতে সক্ষম হলেন তখন আল্লাহর সাহায্য পেলেন। মক্কা-মদিনার রাজ তখতে সমাসীন হওয়ার সৌভাগ্য লাভ করলেন।

এক বর্ণনা মতে হযরত ইউনুস (আঃ) জীবনের শেষ ত্রিশ বছর সাফল্য জনকভাবে উম্মতের মাঝে আদর্শ প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছিলেন। তিনি একশত ত্রিশ বছর জীবিত থেকে অসংখ্য মানুষকে মুক্তির পথ প্রদর্শন করে ইহলোক ত্যাগ করেন। তাঁর রওজা মোবারক দজলা নদীর তীরে অবস্থিত। উহা নাম ফলক দিয়ে চিহ্নিত।

সূত্রঃ কুরআনের শ্রেষ্ঠ কাহিনী

হযরত ইউনুস (আঃ) -এর শহর ত্যাগ – ১ম পর্ব পড়তে এখানে ক্লিক করুন

You may also like...

দুঃখিত, কপি করবেন না।