হযরত আলী (রাঃ) সম্পর্কে একটি ভবিষ্যদ্বানী

হযরত আলী (রাঃ) বলেছেন, আমাকে রাসুলুল্লাহ (সাঃ) বলেছেন, হে আলী! তোমার অবস্থা হযরত ঈসা (আঃ) এর মত হবে। ইহুদীরা তার সাথে শত্রুতা পোষণ করত। শেষ পর্যন্ত তাঁরা তার মায়ের নামে কুৎসা রটিয়েছে। আর নাসারারা তাকে ভাল বাসত, শেষ পর্যন্ত তাঁরা হযরত ঈসা (আঃ) কে এমন মর্যদা দিতে শুরু করল, তিনি যে মর্যাদা অধিকারী ছিলেন না।

বিঃদ্রঃ হযরত ঈসা (আঃ) এর শত্রুতা ও মিত্রতায় যেমন দুটি ফেরকা সৃষ্টি হয়ে গেল। ঠিক তেমনিই তোমার শত্রুতা ও মিত্রতার ক্ষেত্রেও পৃথক দু’টি ফেরকা সৃষ্টি হবে। এক পক্ষ তোমাকে মন্দ বলবে, অন্য পক্ষ তোমাকে এতটা উপরে উঠাবে যে, তুমি এর উপযোগী নও। অবশেষে এরুপই হল। খারেজী ও নাছেবী সম্প্রদায় হযরত আলীর প্রচণ্ড বিরোধীতা করল এবং তার নামে মিথ্যা দূর্ণাম ও অপবাদ রটনা করল। পক্ষান্তরে রাওয়াফেজ ও গালী সম্প্রদায় তাকে এতটা উপরে উঠাল যে, একেবারে আল্লাহর সাথে শরীক করে ফেলল। (নাউজুবিল্লাহ)

You may also like...

দুঃখিত, কপি করবেন না।