হযরত আদম (আঃ) নবী না রাসূল ছিলেন
শরীয়তের পরিভাষায় নবী বলা হয় তাকেই যাকে আল্লাহ তা’আলা তার বান্দাদের হিদায়েতের জন্য প্রেরণ করেন এবং আল্লাহর সাথে যার সরাসরি অথবা জিব্রাইল (আঃ) এর মাধ্যমে কথোপকথন হয়েছে।
আর রাসূল বলা হয় তাঁকে যার নিকট নতুন শরীয়াত ও কিতাব অবতীর্ণ হয়েছে। সুতরাং এখানে প্রশ্ন জাগে, হযরত আদম (আঃ) তার পরবর্তী প্রজন্মকে যেভাবে পার্থিব সফলতা লাভের পন্থা-পদ্ধতি বলে দিয়ে এবং পথ প্রদর্শন করেছেন, পরকালীন বিষয়েও তেমনটি করেছেন কিনা? এর জবাব হচ্ছে, হযরত আদম (আঃ) হলেন, আদি মানব।
সুতরাং নিঃসন্দেহে তিনি আল্লাহ তা’আলার নবী ও রাসূল ছিলেন, কেননা, জাগতিক জীবনে পরকালীন সাফল্যের পথ রচনার জন্য নবী রাসূলের শিক্ষা, আদর্শ এবং তাদের পথ প্রদর্শন অপরিহার্য।
তাই নিঃসন্দেহে হযরত আদম (আঃ) আদি মানব, মানবকূলের আদি পিতা এবং নবী রাসূলও বটে। আদম (আঃ) -এর নবুয়ত রিসালত সর্বকালে সর্বযুগেই সর্বস্বীকৃত বিষয়। এ ব্যাপারে মতভেদের কোন অবকাশ নেই।