হযরত আইয়ুবের স্ত্রীকে ধোঁকা দেবার চেষ্টা

হযরত অহাব বিন মুনাব্বিহ (রহঃ) বলেছেনঃ ইবলীস একবার হযরত আইয়ুবের স্ত্রীকে জিজ্ঞাসা করে, আপনাদের উপর এমন বিপদ কি করে এল?

হযরত আইয়ুবের স্ত্রী বলেন, আল্লাহর কুদরতে।

শয়তান বলে, আপনি আমার পিছনে পিছনে আসুন বিপদ থেকে উদ্ধারে একটা উপায় বের করে দিচ্ছি। সুতরাং আইয়ুবের স্ত্রী ভালোমানুষরুপী শয়তানের পিছনে পিছনে যান। শয়তান তাঁকে একটা মাঠে নিয়ে গিয়ে (তাদের হারানো) সমস্ত সম্পদ-সম্পত্তি জড়ো করে দেখায়। তারপর বলে আপনি আমাকে কেবল একবারই সাজদা করুন, আমি এসব কিছু আপনাদের ফিরিয়ে দেব।  

হযরত আইয়ুবের স্ত্রী বলেন, আমার স্বামীর অনুমতি নেবার পর আমি সাজদা করব। সুতরাং তিনি হযরত আইয়ুবের কাছে এসে সবকথা বলে। শুনে হযরত আইয়ুব তাঁর স্ত্রীকে বলেন, এখনও তুমি বুঝতে পারনি যে, ও ছিল শয়তান!  যদি আমি সুস্থ হয়ে উঠি, তাহলে এর বদলে (শয়তানের ফাদে পা দেওয়ার কারণে) ১০০ বেত মারব তোমাকে।   

Written By

More From Author

হযরত আইয়ুবের স্ত্রীকে ধোঁকা দেবার চেষ্টা

হযরত অহাব বিন মুনাব্বিহ (রহঃ) বলেছেনঃ ইবলীস একবার হযরত আইয়ুবের স্ত্রীকে জিজ্ঞাসা করে, আপনাদের উপর এমন বিপদ কি করে এল?

হযরত আইয়ুবের স্ত্রী বলেন, আল্লাহর কুদরতে।

শয়তান বলে, আপনি আমার পিছনে পিছনে আসুন বিপদ থেকে উদ্ধারে একটা উপায় বের করে দিচ্ছি। সুতরাং আইয়ুবের স্ত্রী ভালোমানুষরুপী শয়তানের পিছনে পিছনে যান। শয়তান তাঁকে একটা মাঠে নিয়ে গিয়ে (তাদের হারানো) সমস্ত সম্পদ-সম্পত্তি জড়ো করে দেখায়। তারপর বলে আপনি আমাকে কেবল একবারই সাজদা করুন, আমি এসব কিছু আপনাদের ফিরিয়ে দেব।  

হযরত আইয়ুবের স্ত্রী বলেন, আমার স্বামীর অনুমতি নেবার পর আমি সাজদা করব। সুতরাং তিনি হযরত আইয়ুবের কাছে এসে সবকথা বলে। শুনে হযরত আইয়ুব তাঁর স্ত্রীকে বলেন, এখনও তুমি বুঝতে পারনি যে, ও ছিল শয়তান!  যদি আমি সুস্থ হয়ে উঠি, তাহলে এর বদলে (শয়তানের ফাদে পা দেওয়ার কারণে) ১০০ বেত মারব তোমাকে।   

Written By

More From Author

You May Also Like

খৃষ্টান মহিলার প্রেমে পাগল হওয়ার ঘটনা

বুজুর্গ ব্যক্তি বললেন, একদা আমি হযরত হাসান বসরী (রহঃ) এর দরবারে বসেছিলাম। এমন সময় আমাদের…

এক বুজুর্গের কসমের উছিলায়

হযরত আবূ আব্দুল্লাহ কাররাশী (রাঃ) বলেন, একবার মুশরিক সৈন্যরা স্পেন শহরে প্রবেশ করে বিনা যুদ্ধে…

স্বপ্ন যোগে রাসূলের দিদার।

ইমাম কাফেলায় হাবীবের ঈমানী চেতনার প্রকাশ্য শক্তি যেন কয়েকগুণ বাড়াল। ইমাম হোসাইন (রাঃ) গভীর রাতে…