সৎ ভাইদের আরজ – ৪র্থ পর্ব

হযরত ইউসুফ (আঃ) এর সৎ ভাইদের আরজ – ৩য় পর্ব পড়তে এখানে ক্লিক করুন

শস্য বিলি বণ্টনের পরে ছেলেরা একত্রিত হয়ে হযরত ইয়াকুব (আঃ)-এর নিকট বলল, পিতা! আজিজ মেছের সাহেব অত্যন্ত ভাল লোক, তিনি আমাদেরকে রাজকীয় অভ্যর্থনা করেছেন। উত্তম খাদ্য ও উতম বাসস্থান দিয়েছেন এবং আমাদের পারিবারিক সকল কিছু জিজ্ঞেস করে জেনেছেন। এমন কি ইউসুফ (আঃ) ও বেনিয়ামিনের ইতিহাস শুনেছেন। সর্বশেষে তিনি আগামী কিস্তিতে বেনিয়ামিনকে তাঁর নিকট নিয়ে যেতে বলেছেন। হযরত ইয়াকুব (আঃ) বনী আমিনকে মিশর নিয়ে যাওয়ার কথা শুনে একটু ইতস্ততঃ করলেন। তিনি মনে মনে ভাবলেন বনিয়ামিনকে দেখার জন্য মিশরের মন্ত্রী বাহাদুর আগ্রহ প্রকাশ করেছেন। এটা খুব অসামঞ্জস্যকর।

কারণ তিনি আমাদেরকে চেনেন না, জানেন না। সেখানে সম্ভবত ইউসুফ (আঃ) রয়েছেন। তাই তিনি ছেলেদের নিকট অমত প্রকাশ করে ও শেষ পর্যন্ত বনিইয়ামিকে মিশরে প্রেরণে রাজি হলেন। ভাইদেরকে হযরত ইয়াকুব (আঃ) শপথ করালেন, যেন তাঁরা বেনিয়ামীনকে কষ্ট না দেয় এবং তাঁকে যত্নসহকারে এনে পিতার নিকট ফেরত দেয়।

কয়েকদিন অতিবাহিত হল হযরত ইউসুফ (আঃ)-এর দরবারে ইয়ামেনবাসীরা এসে পৌছাল না। হযরত ইউসুফ (আঃ) খুব চিন্তিত হয়ে গেলেন। তিনি ছোট ভাই বনী ইয়ামিনকে প্রাণ ভরে দেখবেন, তাঁকে কোলে তুলে চুমু খাবেন, কাছে বসিয়ে বিগত দিনের সমস্ত ইতিহাস শুনবেন। এভাবে অনেক আশা-প্রত্যাশা নিয়ে তিনি ভাইদের পথ পানে তাকিয়েছিলেন। বেনিইয়ায়মিন মায়ের আদর টুকু পর্যন্ত লাভ করতে পারেন নি, কত কষ্টে ও দুঃখে তাঁর জীবন অতিবাহিত করতে হয়েছে তা ভেবে হযরত ইউসুফ (আঃ) ক্ষণে ক্ষণে কেঁদে উঠেন। রাজদবারের কাজে পর্যন্ত তিনি অনেকটা অমনযোগী হয়ে পড়েছিলেন। তাঁকে দেখলে মনে হত তাঁর মধ্যে এক উদাসীনতা বিরাজ করছে। কিন্তু কেউ কোন কারণ অনুসন্ধান করে বের করতে পারল না। রাজদবারের অনেকে পিছনের বিষয়টি আলোচনা করত।

হযরত ইউসুফ (আঃ) এর সৎ ভাইদের আরজ – ১ম পর্ব পড়তে এখানে ক্লিক করুন

You may also like...

দুঃখিত, কপি করবেন না।