সাওর গুহার ঘটনা-পর্ব ২

হযরত মুহাম্মাদ (সাঃ) এর হেফাযতের জন্য হযরত আবু বকর সিদ্দীক (রাঃ) তাঁর নিজের উটকে হযরত মুহাম্মাদ (সাঃ) এর পিছনে একবার, আবার সামনে একবার এভাবে রাখতেন। হযরত আবু বকর সিদ্দীক (রাঃ) বললেন যে, “একদিন একরাত রাস্তা অতিক্রম করার পর আমরা এর পরের দিন দুপুর বেলায় একস্থানে বড় ধরনের একটি পাথরের ছাঁয়ার নিচে বিশ্রাম করার জন্য বসলাম। এদিকে শত্রু  বাহিনী তাঁদেরকে না পেয়ে কয়েকজন ব্যক্তিকে পুরষ্কারের লোভ দেখিয়েছে তাঁদেরকে ধরে দেবার জন্য। সে দুশমনদের মধ্যে সোরাকা নামে এক ব্যক্তি তাঁর নিজের ঘোড়ায় চড়ে ধীরে ধীরে হযরত মুহাম্মাদ (সাঃ) এর খুব নিকটে এসে গেলে হযরত আবু বকর সিদ্দীক (রাঃ) বললেন, হে রাসূলুল্লাহ (সাঃ)! দুশমন দলের সোরাকা এখন আমাদের খুব নিকটেই এসে পড়েছে।”

তখন হযরত মুহাম্মাদ (সাঃ) বললেন, চিন্তার কোন কারণ নেই। কারণ মহান রাব্বুল আলামীন আমাদেরকে রক্ষা করবেন। সোরাকা ধীরে ধীরে আরও কাছে আসলে হযরত মুহাম্মাদ (সাঃ) আল্লাহর কাছে প্রার্থনা করলে সোরাকার ঘোড়া পিছলিয়ে পড়ে যায়। এরপর সোরাকা আবার উঠে সামনের দিকে আস্তে লাগল।

হযরত মুহাম্মাদ (সাঃ) আবার আল্লাহর দরবারে প্রার্থনা করলেন। এবার সোরাকার ঘোড়ার পা মাটিতে ঢুকে গেল। সোরাকা আশ্চর্য হয়ে কোন উপায় না পেয়ে হযরত মুহাম্মাদ (সাঃ) এর কাছে ক্ষমা প্রার্থনা করল এবং সেখান হতে সে চলে যাবার জন্য ওয়াদা করল। তখনই হযরত মুহাম্মাদ (সাঃ) তাঁর জন্য দোয়া করলেন। এ দোয়ার কারণে সোরাকা এবং তার ঘোড়া সে বিপদ হতে রেহাই পেল। একদিন সে সোরাকাই হযরত মুহাম্মাদ (সাঃ)  এর খিদমতে এসে তাঁর পরিচয় দিয়ে ইসলাম ধর্মে দীক্ষিত হয়েছিলেন।

এরপরে হযরত মুহাম্মাদ (সাঃ) এবং আবু বকর (রাঃ) মদীনার দিকে রওনা হলেন। পথিমধ্যে দেখা হল হযরত যুবায়ের ইবনুল আওয়াম (রাঃ) আর হযরত তালহা (রাঃ)  এর সঙ্গে।

হযরত মুহাম্মাদ (সাঃ) এর নবুয়্যতের চতুর্দশ বছর ১২ ই রবিউল আউয়াল তারিখে তাঁরা কোবায় উপস্থিত হলেন। হযরত মুহাম্মাদ (সাঃ) ঐ স্থানে কয়েক দিন অবস্থান করে একটি মসজিদ স্থাপন করে মদীনায় চলে আসলেন।

মদীনায় গিয়ে হযরত মুহাম্মাদ (সাঃ) হযরত আবু আউয়ুব আনসারী (রাঃ) – এর গৃহে অবস্থান করলেন আর হযরত আবু বকর সিদ্দীক (রাঃ) খাদিজা ইবনে যায়েদের গৃহে অবস্থান করলেন।

হযরত তালহা (রাঃ) ও হযরত যুবায়ের (রাঃ) মক্কা থেকে আসলে তাঁদের সঙ্গে ছিল হযরত আবু বকর (রাঃ)  এর পরিবারবর্গ। মদীনায় হযরত আবু বকর (রাঃ) রোগে আক্রান্ত হলে তিনি তাঁর জীবনের আশা ছেড়ে দিয়েছিলেন।

হযরত মুহাম্মাদ (সাঃ), আবু বকর (রাঃ)  কে রোগাক্রান্ত দেখে আল্লাহর দরবারে তাঁর স্বাস্থ্য এবং মদীনার আবহাওয়া তাঁদের আয়ত্তে আসার জন্য দোয়া করলেন। নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রার্থনার ফলে আবু বকর (রাঃ) রোগ মুক্ত হলেন আর মদীনার আবহাওয়া তাঁদের অনুকূলে আসে।

সাওর গুহার ঘটনা-পর্ব ১ পড়তে এখানে ক্লিক করুন

You may also like...

দুঃখিত, কপি করবেন না।