
দীর্ঘদিনের বন্ধুত্ব থেকে বিয়ে। দু’জনেরই শখ ছিল একসঙ্গে পৃথিবীর বিভিন্ন দেশ ঘুরে দেখা। তাই বিয়ের দুই বছরের মাথায় চাকরি ছেড়ে স্বপ্নপূরণের পথে পা বাড়ায় ৩৪ বছরের ফিলিপ ও ৩১ বছরের ফ্রান জনসন।
দুটি সাইকেলে চেপে টানা ১১ মাসে তারা পার করেছে ১৭টি দেশ—কখনো তীব্র শীত, কখনো প্রচণ্ড গরম, কখনো মরুভূমি, কখনো গভীর জঙ্গল। বিপদও এসেছে, তবে একে অপরের পাশে ছিল সবসময়।
প্রথম দিনের স্মৃতি মনে করে ফিলিপ বললেন, “হঠাৎ একদিন সিদ্ধান্ত নিলাম, চাকরি ছেড়ে বেড়িয়ে পড়ব। যখন ফ্রানকে বললাম, ও অবাক হয়ে গিয়েছিল!”
এ যাত্রা শুধু তাদের স্বপ্নপূরণের নয়, বরং এক নতুন রেকর্ড গড়ারও। সম্ভাব্য কয়েক দিনের মধ্যেই তাদের নাম উঠতে চলেছে গিনেস বুকে!