শেয়াল ও কাটাগাছ!!

এক শেয়াল একদিন এক পুকুর পাড়ের সামনে হাটতে গিয়ে একসময় পা পিছলিয়ে পড়ে যাচ্ছিলো।তাই নিজেকে সামলাতে গিয়ে ধরলো সে এক কাটাগাছের ঝপ।কাটাগাছের ঝপের কাটায় গেল তার পুরো শরীর ভরে। যন্ত্রনায় সে কাটাগাছের ঝপকে বলে উঠলো… শেয়াল:- তুমি আমার এতো বড় ক্ষতি কেন করলে??বিপদে পরে আমি তোমার শরণ নিলাম আর তুমি শেষে তুমি আমার ক্ষতি করে ছাড়লে??? (কাটাগাছ একটু হেসে বললো) কাটাগাছ:- বন্ধু আমাকে ধরতে গিয়েই তো তুমি মস্ত বড় ভুল করেছ।কারণ আমি নিজে যাকে একবার পাই তাকে ছাড় দেই না।                                   
Moral of the story is : দুশমনের শরণ ক্ষতির কারণ। –সংগৃহীত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

শেয়াল ও কাটাগাছ!!

এক শেয়াল একদিন এক পুকুর পাড়ের সামনে হাটতে গিয়ে একসময় পা পিছলিয়ে পড়ে যাচ্ছিলো।তাই নিজেকে সামলাতে গিয়ে ধরলো সে এক কাটাগাছের ঝপ।কাটাগাছের ঝপের কাটায় গেল তার পুরো শরীর ভরে। যন্ত্রনায় সে কাটাগাছের ঝপকে বলে উঠলো… শেয়াল:- তুমি আমার এতো বড় ক্ষতি কেন করলে??বিপদে পরে আমি তোমার শরণ নিলাম আর তুমি শেষে তুমি আমার ক্ষতি করে ছাড়লে??? (কাটাগাছ একটু হেসে বললো) কাটাগাছ:- বন্ধু আমাকে ধরতে গিয়েই তো তুমি মস্ত বড় ভুল করেছ।কারণ আমি নিজে যাকে একবার পাই তাকে ছাড় দেই না।                                   
Moral of the story is : দুশমনের শরণ ক্ষতির কারণ। –সংগৃহীত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়তে পারেন...

শেয়াল ও মুরগি

এক বাগানের একটি খাঁচায় একপাল মুরগিছানা থাকত ওদের মায়ের সঙ্গে। ওরা ছিল বেশ শান্ত-সুবোধ। কেউ…

ছাগল ও সিংহ

ক্লাসে কিছু ছাত্র থাকে যারা- যেমন বুদ্ধিমান তেমনি জ্ঞানী। আবার কিছু ছাত্র আছে যাদের স্মৃতি…

সততার মূল্য

‘সততাই সর্বোৎকৃষ্ট পন্থা’—এ প্রবাদটি আমরা সবাই জানি। কেবল প্রবাদে নয়, পবিত্র কোরআন ও হাদিসেও সততার…