শিক্ষিত পাগল– ইসলামিক গল্প

খলিফা হারুনুর রশীদের সময় এক পাগল ছিল, যার নাম ছিল বাহলুল, তিনি অধিকাংশ সময় কবর স্থানে কাটাতেন। এক দিন খলিফা কোথায় যাচ্ছিলেন, তো দেখলেন বাহলুল কবর স্থানের একটি গাছের ডালে রয়েছেন। খলিফা বল্লেনঃ বাহলুল! ওহে পাগল তোমার কি কখনও জ্ঞান হবে না? এ কথা শুনে বাহলুল উপরের ডালে উঠে বল্লেনঃহারুন!ওহে পাগল তোমার কি কখনও জ্ঞান ফিরবে না? খলিফাঃ আমি কি ভাবে পাগল হলাম? বাহলুল রাজপ্রাসাদের দিকে ইঙ্গিত দিয়ে বললেনঃ আমি জানি এই রঙ্গীলা দালান ক্ষণিকের আবাসস্থল, এবং এটি(কবরস্থান) স্থায়ী নিবাস; এজন্য আমি মরার পূর্বেই এখানে বসবাস শুরু করেছি।

অথচ তুমি গ্রহণ করেছ ঐ রঙ্গশালাকে আর এই স্থায়ী নিবাসকে(কবর) এড়িয়ে চলেছো। রাজপ্রসাদ থেকে এখানে আসাকে অপছন্দ কর যদিও তুমি জান এটাই তোমার শেষ গন্তব্য। এবার বল, আমাদের মধ্যে কে পাগল ? বাহলুলের মুখে এ কথা শোনার পর খলিফার অন্তর কেঁপে উঠল, তিনি কেঁদে ফেললেন। তাঁর দাড়ি ভিজে গেল। তিনি বললেন: আল্লাহর কসম ! তুমিই সত্যবাদী। আমাকে আরও কিছু উপদেশ দাও! বাহলুল: তোমার উপদেশের জন্য আল্লাহর কিতাবই যথেষ্ট। তাকে যথার্থভাবে আকড়ে ধর।

খলিফাঃ তোমার কোন কিছুর অভাব থাকলে আমাকে বল,আমি তা পূরণ করব। বাহলুল: হ্যা, আমার তিনটি অভাব আছে, এগুলো যদি তুমি পূরণ করতে পার তবে সারা জীবন তোমার কৃতজ্ঞতা স্বীকার করব। খলিফাঃ:তুমি নিঃসঙ্কচে চাইতে পার। বাহলুল: মরণের সময় হলে আমার আয়ূ বৃদ্ধি করতে হবে। খলিফাঃআমার পক্ষে সম্ভব নয়। বাহলুল: আমাকে মৃত্যুর ফেরেশতা থেকে রক্ষা করতে হবে। খলিফাঃআমার পক্ষে সম্ভব নয়। বাহলুল:আমাকে জান্নাতে স্থান করে দিতে হবে এবং জাহান্নাম থেকে আমাকে দূরে রাখতে হবে। খলিফাঃ: আমার পক্ষে সম্ভব নয়। বাহলুল: তবে জেন রাখ, তুমি বাদশাহ নও বরং তুমি অন্য কারও অধীনস্থ। অতএব তোমার কাছে আমার কোন চাওয়া বা প্রার্থনা নেই।

আরো পড়তে পারেন...

গাধার সংগীতচর্চা

এক গাঁয়ে এক ধোপার ছিল একটা গাধা। তার নাম অদ্ভূত। দিনভর গাধা ধোপার কাপড়ের বোঝা…

গাধা ও ব্যবসায়ী

এক লবণের ব্যবসায়ী সস্তায় পেয়ে একদিন বাজার থেকে প্রচুর লবণ কিনল। বোঝা বইবার জন্য ব্যবসায়ীর…

পায়রা ও পিঁপড়া

একদিন এক পিঁপড়ে পিপাসায় কাতর হয়ে নদীতে জল পান করতে গেল। এমন সময় আচমকা বাসাতের…