শাহাদাতের পর প্রকৃতির অলৌকিক অবস্থা

মুজাহিদ নকিবুল্লাহ লওনরী বর্ণনা করেন, ১৯৮৪ সনের ৯ই জিলহজ্জ আরাফার দিন আমরা শত্রুর ওপর আক্রমন করে বিজয়ী হয়েছি এবং শতাধিক গাড়ি, ট্যাংক ইত্যাদি অসংখ্য গনীমত লাভ করেছি । আমাদের মধ্যে হতে শুধু একজন মুহাম্মদ নাঈম শহীদ হয়েছেন । ঈদুল আযহার রাতে যখন আমি তার লাশকে পাহারা দিচ্ছিলাম। তখন আশ-পাশের সমস্ত গাছ-পালা, বৃক্ষ-লতা, পানি এবং সব কিছুকে যিকির-তেলাওয়াত করতে শুনেছি। আমি মনে করেছি, স্বপ্নের মধ্যে এটা দেখেছি।

কিন্তু আসলে তো আমি জাগ্রত ছিলাম। পরে জানতে পারলাম শহীদ (রাঃ) শাহাদাতের পূর্বে তাঁর সাথীবর্গের নিকট বলেছিল যে, তোমরা তো কাবুলেই ঈদের নামজ পড়বে, কিন্তু আমি ইনশা আল্লাহ জান্নাতে পড়বো। তাঁর শাহাদাতের পর সেখানের পাহাড়, গাছ-পালা এমন সুগন্ধিযুক্ত হয়েছে। যেন সব কিছুই আতর মাখার মধ্যে লিপ্ত।

You may also like...

দুঃখিত, কপি করবেন না।