রোমানদের সঙ্গে যুদ্ধ এবং এর কারণ

একজন মুসলিম দূত দিয়েছিলেন রোমান সাম্রাট হিরাক্লিয়াসের দরবারে হযরত মুহাম্মদ (সাঃ) জীবিত থাকাকালীন সময়ে।  সে সময়ে রোমান সম্রাট মুসলিম দূতকে খুব সম্মানের সাথে আপ্যায়ন করেছিলেন।  তাঁর পর তাঁদের এ সম্পর্কে অবনতি ঘটে যায়।  বসরার শাসন কর্তার কাছে মুসলিম দূত যাবার সময়ে মুতা নামক স্থানে সিরিয়ার খ্রিষ্টান দলপতি মুরাবিল শাহদাত বরণ করলেন।  এ হত্যার প্রতিশোধ নেবার জন্য মুতার যুদ্ধ হয়েছিল। 

হযরত আবু বকর (রাঃ) এর সময়ে কয়েকটি কারণে তাঁদের সম্পর্কের উন্নতি হয়।  রোমের সম্রাট হীরাক্লিয়াস মুসলমানদের  বিরুদ্ধে বেদুঈদেরকে পরামর্শ দান করে খলিফার অসন্তোষভাজন হল।  এর কারণেই আজনাদানের যুদ্ধ হয়েছিল।  হযরত মুহাম্মদ (সাঃ) এন্তেকালের পর অল্পদিন পরে সিরিয়া ও প্যালেস্টাইন সীমান্তে বসবাসকারী গোত্রসমূহের তাঁদের আরবীয় আত্নীয়-স্বজনদেরকে প্ররোচনা দান সাহায্য সহযোগিতা করে মুসলিম অঞ্চলে তাঁদের বার বার আক্রমণ ও লুটতরাজ করে আরববাসীদের অনেক দুঃখ-কষ্টের এবং দুর্দশার কারণ হয়ে দাঁড়িয়েছিল।  আর এ ধরনের বিভিন্ন কারণে মুসলমান ও বাইজানটাইনবাসীর মধ্যে অপ্রীতিকর হয়ে উঠে। 

বিজয়ের ফলে সম্পূর্ণ জর্দান  এলাকা মুসলমানদের হস্তগত হয়।  জর্দান অধিকার করার পরে মুসলিম সেনাদল হিমদের দিকে অগ্রসর হল।  অতি সহজেই  হিমস মুসলমানদের আয়ত্তে চলে আসে।  হিমস হস্তগত করার পর খালিদ আরও সম্মুখের দিকে অগ্রসর  না হয়ে বিজিত দেশের উন্নয়ন মুলক কাজের জন্য নির্দেশিত হল।  ওই মুহুর্তে আবু ওবায়দা (রাঃ) কে হিমসে আমর বিন আস (রাঃ) কে জর্দানের এবং খালিদ (রাঃ) কে দামেস্কে অবস্থান করার জন্য বললেন।  যখন রোম সম্রাট দেখলেন তাঁর গুরুত্বপূর্ণ তিনটি শহরে দামেস্কে,জর্দান এবং হিমসের পতন হয়ে গেছে তখন তিনি খুব রাগান্বিত হয়ে উঠলেন।  তিনি মুসলমানদের বিরুদ্ধে আবার এক বিরাট সৈন্যবাহিনী সংগ্রহ করলেন।  তিনি রাজ্যের অনেক জায়গায় খবর পাঠালেন যে, যেখানে যত সৈন্য আছে তাঁরা সকলে ঠিক সময়ে মধ্যে রাজধানী এণ্টিয়কে মুলিত হয়।   

৬৩৬ ঈসায়ী সনের ২০ আসস্ট ইয়ারমুকের প্রচন্ড যুদ্ধ সংঘটিত হয়।  রোমান সৈন্যদের এ যুদ্ধে পরাজয় বরণ করেন।  এ পরাজয়ের জন্য রোমানদের শক্তি একেবারে ধ্বংস হয়ে যায়।  এ জন্য কিছু সংখ্যক রোমান ইসলাম  গ্রহণ করলেন আর যারা ইসলাম গ্রহণ করেলন না বা জিযিয়া কর দেননি, তাঁরা দরকার হলে মুসলমানদের সাথে যোগদান করবে।  এ ধরনের শর্তে শান্তি চুক্তি সম্পাদিত হয়।  খালিদ বিন ওয়াদিল (রাঃ) ইয়ারমুকের যুদ্ধে বিজয়ের কিছুদিন পরেই খলিফা হযরত ওমর (রাঃ) তাঁকে সেনাপতির পদ হতে অপসারণ করেন এবং তাঁর পদে আবু  ওবায়দা (রাঃ)-কে নিযুক্ত করলেন। 

তাপর আবু ওবায়দা এ নতুন দায়িত্ব গ্রহন করে দামেস্ক ও উত্তর সিরিয়ার দিকে এগিয়ে গেলেন আর শুরাহবিলকে জর্দান, ইয়াযিদকে লেবানন ও আমর বিন আ’সকে জেরুজালেম এবং প্যালেস্টাইনের দিকে প্রেরণ করে দিলেন।  এরপর তিনি দামেস্ক পুনরায় মুসলমানদের আয়ত্তে নিয়ে আসেন।  তাঁর  পরে আবু ওবায়দা খুব তাড়াতাড়ি উত্তর সিরিয়া বালবেক, এডেসা, আলেপ্পা, এন্টিয়ক এবং কিন্নিসিরিন মুসলমানদের হস্তগত করলেন।   

You may also like...

দুঃখিত, কপি করবেন না।