রাসূলুল্লাহ (সাঃ) এর দস্তরখান আগুন পোড়াতে অস্বীকার করেছিল
আনাস ইবনে মালেকের কাছে একজন মেহমান এসেছিল। সে মেহমান জানালো দস্তরখানে খাবার খাওয়ার পর সেখানে গোশতের সুরুয়ার দাগ লেগে গিয়েছিল। আনাস তাঁর দাসীকে ডেকে বললেন, এ দস্তরখান কিছুক্ষণের জন্য তন্দুরের জ্বলন্ত আগুনে ফেলে রাখো। দাসী আদেশ পালন করলো।
উপস্থিত মেহমান অবাক হয়ে আনাস (রাঃ) কে জিজ্ঞেস করলেন কাপড়ের এ দস্তরখান আগুনে পুড়লোনা কেন? আনাস (রাঃ) বললেন, রাসূলুল্লাহ (সাঃ) এর খাবার খেয়ে এ দস্তরখানে হাত মুছতেন এ কারণে আগুন এ দস্তরখানের কোন ক্ষতি করতে পারে না। (মুসলিম)