রাফিযী শিয়াহদের দুশমন জ্বিনদের ঘটনা

হযরত সালমাহ বিন সুবাইব (রহঃ)-এর বর্ণনাঃ একবার আমি মক্কা শরীফে উঠে যাবার পরিকল্পনা করি এবং নিজের বাড়ী বেঁচে দিই। তারপর সেই বাড়ী খালি করে ক্রেতার হাতে সপে দিয়ে, দরজার দাঁড়িয়ে (জ্বিনদের উদ্দেশ্যে বলি) ওহে বাড়ির বাসিন্দারা! আমরা তোমাদের প্রতিবেশী ছিলাম।

আর তোমরা আমাদের বড় ভালো প্রতিবেশী উপহার দিয়েছ। (অর্থাৎ জ্বিন হওয়া সত্ত্বেও কষ্ট দাওনি)। আল্লাহ তোমাদের উত্তম পুরষ্কার দিন। আমরা তোমাদের থেকে কল্যাণই পেয়েছি। এখন আমরা নিজেদের বাড়ী বেঁচে দিয়েছি। চলে যাচ্ছি মক্কা মুকাররমায়। বিদায় আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি ওবারকাতুহু।

তখন বাড়ীর ভিতর থেকে কেউ জবাব দিল- আল্লাহ আপনাদের উত্তম প্রতিদান দিন। আমরাও এখান থেকে ভলে যাচ্ছি। কারণ যে ব্যক্তি এই বাড়ী কিনেছে, সে এক রাফিযী শিয়াহ। ওই হতভাগা হযরত আবূ বকর ও হযরত ওমর (রাঃ)-কে গালি দেয়।

You may also like...

দুঃখিত, কপি করবেন না।