রহস্য জনক একটি বকরী

হযরত ছা’আদ (রাঃ) থেকে বর্ণিত তিনি বলেন, আমরা চারশ মানুষ রাসূল পাক (সাঃ) এর সাথে ভ্রমণ করছিলাম। আমরা এক পানিশুন্য এলাকায় পৌছলে সকলে দুর্ভাবনায় আতংকিত হয়ে পড়লাম। রাসূলুল্লাহ (সাঃ) কে বিষয়টি জানানোর পর কোথা হতে হঠাৎ একটি ছোট শিংওয়ালা বকরী এসে রাসূলুল্লাহ (সাঃ) এর সামনে দুধ দোহন করার জন্য দাঁড়িয়ে গেল।

তিনি তার দুধ দোহন করে নিজেও পান করলেন এবং আমাদেরকেও পান করালেন। অতঃপর হযরত রাফে’কে বললেন, এ বকরীটিকে সারা রাত আটকিয়ে রাখবে কিন্তু আমি বুঝতে পারছি না যে, তুমি তাকে আটকিয়ে রাখতে পারবে কি না।

হযরত রাফে বকরীটিকে বেঁধে ঘুমিয়ে পড়লেন। জেগে উঠে দেখলেন, বকরীটি উধাও। ঘটনা শুনে রাসূলে পাক (সাঃ) বললেন, যে আল্লাহ্‌ তাকে এখানে এনেছিলেন, তিনিই তাকে নিয়ে গেছেন। (বায়হাকী)

You may also like...

দুঃখিত, কপি করবেন না।