রসূলুল্লাহ (সাঃ) এর চুল ও আগুন

“নাসীমুর রিয়াজে” উল্লেখ করা হয়েছে যে, আদম ইবনে জাহের আলভীর নিকট রাসূলে কারীম (সাঃ) এর চৌদ্দটি ছিল। তিনি হালাবের এক আমীরকে ঐ চুলগুলো হাদিয়া দিলেন। ঐ আমীর আলাভী সম্প্রদায় হযরত আলীর বংশ অনুসারীদেরকে ভালবাসতেন। হালাবের আমীর ঐ চুলগুলোকে অত্যন্ত ভক্তির সাথে গ্রহণ করলেন এবং ইবনে হাজেরকেও যাথাযথ সম্মান করে পুরস্কৃত করলেন।

দীর্ঘদিন পরের ঘটনা। আমীদ ইবনে জাহের আলাভী ঐ আমীরের সাথে দেখা করতে আসল। কিন্তু আমীর তার দিকে তাকিয়ে কথাও বললেন না। আলাভী আমীরের গোস্বার কারণ জানতে চাইলে তিনি বললেন, আমি জানতে পেরেছি যে, তুমি আমাকে যে চুল দিয়েছ, আসলে তা রাসূলুল্লাহ (সাঃ) এর নয়। তুমি আমার সাথে প্রতারণা করেছ। আলাভী আমীরের মনের সন্দেহ দূর করার উদ্দেশ্যে বলল, চুলগুলো বের করে আনুন।

অতঃপর আগুন প্রজ্জ্বলিত করে চুলগুলো তাতে নিক্ষেপ করা হল। কিন্তু আগুন ঐ চুলগুলোকে জ্বালাতে পারল না। বরং আগুনের ভেত্র থেকে উক্ত চুলের শোভা আরো বর্ধন হলো। এ দৃশ্য দেখে আমীরের ভুল ভাঙ্গল। এবং আলাভীকে পূর্বাপেক্ষা আরো বেশি তাজীম ও সম্মান করে হাদিয়ে ও তোহফা প্রদান করল।

You may also like...

দুঃখিত, কপি করবেন না।