
গোপাল একবার গ্রামের মোড়ল হয়েছিল। একদিন ভোরবেলায় এক লোক এসে ডাকতে লাগল, “গোপাল? গোপাল?” গোপাল কোনো উত্তর না দিয়ে শুয়েই রইল। এবার লোকটা চিৎকার করে ডাকতে লাগল, “মোড়ল সাহেব! মোড়ল সাহেব!” তবুও গোপাল মটকা মেরে শুয়ে রইল।
গোপালের বউ ছুটে এসে বলল, “কী ব্যাপার, লোকটা মোড়ল সাহেব মোড়ল সাহেব বলে চেঁচিয়ে পড়া মাত করছে, তুমি কিছুই বলছ না?”
গোপাল কিছুক্ষণ চুপ করে থেকে বলল, “আহা, ডাকুক না কিছুক্ষণ! পাড়ার লোকজন জানুক আমি মোড়ল হয়েছি।”