মে’রাজের বিবরণ-২য় পর্ব

মে’রাজের বিবরণ-১ম পর্ব পড়তে এখানে ক্লিক করুন  

অতঃপর তিনি আলমে বরজখের কতিপয় আশ্চর্য ঘটনাবলী দেখতে পান। তিনি সম্মুখে অগ্রসর হয়ে একজন বৃদ্ধ মহিলাকে রাস্তার উপর দণ্ডায়মান অবস্থায় দেখতে পান। তিনি জিব্রাইলকে তার পরিচয় জিজ্ঞেস করলেন। জিব্রাইল (আঃ) বললেন, সম্মুখে অগ্রসর হউন। কিছুদূর পরে একজন বৃদ্ধ লোককে পথের এক পার্শ্বে দেখতে পান। সে বৃদ্ধ লোকটি তাঁকে ডাকছে।  জিব্রাইল (আঃ) বললেন, চলুন, চলুন, সামনে চলুন। কিছু দূর যাওয়ার পর এমন এক সম্প্রদায়ের নিকট তিনি উপস্থিত হলেন যারা তাঁকে দেখামাত্র এভাবে ছালাম করল- আসসালামু আলাইকা ইয়া আউয়ালু। আসসালামু আলাইকা ইয়া আখেরা। আসসালামু আলাইকা ইয়া হাশেরু। জিব্রাইল (আঃ) বললেন, তাদের সালামের উত্তর প্রদান করুন।

পরিশেষে জিব্রাইল (আঃ) বললেন, বৃদ্ধা মহিলাটি ছিল দুনিয়া এবং বৃদ্ধ লোকটি ছিল ইবলীছ শয়তান। আর ঐ লোকগুলো হযরত ইব্রাহীম, হযরত মুসা এবং হযরত ঈসা আলাইহিমুচ্ছালাম। রাসূলে পাক (সাঃ) এমন এক কওমের নিকট উপস্থিত হলেন যারা একই দিনে শস্য বপন ও কর্তন করে। কর্তনের সঙ্গে সঙ্গে পূর্বাবস্থা ফিরে আসে। তিনি জিব্রাইলকে তাদের পরিচয় জিজ্ঞেস করলেন। জিব্রাইল (আঃ) বললেন, তাঁরা আল্লাহর রাস্তায় জেহাদকারী। তাদের আমল সাতশত গুণ পর্যন্ত বৃদ্ধি পেয়ে থাকে। তাঁরা যা ব্যয় করেন আল্লাহ তার উত্তম বিনিময় প্রদান করেন এবং তিনি উত্তম রিজিক প্রদানকারী। তারপর তিনি এমন এক সম্প্রদায় দেখতে পান, যাদের মাথা পাথর দিয়ে আঘাত করা হয়। ফলে তা চূর্ণ-বিচূর্ণ হয়ে যায়। আবার পূর্বাবস্থায় ফিরে যায়। পুনরায় আঘাত হানা হয়। এ অবস্থা অনবরত চলতে আছে।

হযরত জিব্রাইল (আঃ) বললেন, তারা ঐ সমস্ত লোক যারা ফরজ নামাজ হতে বিমুখ হয়ে থাকে। তারপর এমন এক সম্প্রদায়ের নিকট পৌঁছালেন যাদের লজ্জাস্থনের মধ্যে আগুনের রশি বাঁধা ছিল, তারা জন্তুর ন্যায় জাক্কুম এবং দোযখের পাথর ভক্ষণ করছে। হযরত মুহাম্মাদ (সাঃ) জিব্রাইল (আঃ) কে তাদের সম্বদ্ধে প্রশ্ন করলে জিব্রাইল (আঃ) বললেন, এ সম্প্রদায় যাকাত প্রদান করে না। অতঃপর এমন এক সম্প্রদায়ের নিকট উপস্থিত হলেন যাদের সামনে দুটি ডেক আছে। একটি ডেকে পঁচা গোশত এবং অপরটিতে পাক করা গোশত আছে। তারা পাকা গলা গোশত ভক্ষণ করছে। জিব্রাইল (আঃ) কে জিজ্ঞেস করাতে তিনি বলেন, তারা ঐ ব্যক্তি যারা ঘরের পবিত্র স্ত্রী ছেড়ে অপরের অপবিত্র স্ত্রীর নিকট যেয়ে কাম প্রবৃত্তিতে চরিতার্থ করে। তারপর এমন এক ব্যক্তির নিকট পৌঁছালেন যে বিরাট একটি লাকড়ীর বোঝা বেঁধে নিয়েছে যা সে বহন করতে পারে না। অথচ তার সঙ্গে আরও লাকড়ী এনে একত্রিত করছে। হযরত রাসূলে পাক (সাঃ)-এর প্রশ্নের জওয়াবে জিব্রাইল (আঃ) বলেন, সে ঐ ব্যক্তি উপর মানুষের অনেক হুকুম আছে যা সে আদায় করতে পারছে না। তারপরও সে অন্যান্য লোকের হুকুম মাথায় উঠিয়ে নেয়।

অতঃপর এমন এক কওমকে অতিক্রম করেন যাদের জিহ্বা লোহার কাঁচি দ্বারা কর্তন করা হচ্ছে এবং সঙ্গে সঙ্গে তা আবার পূর্বাবস্থায় ফিরে আসে। আবার কর্তন করে, এভাবে চলছে। রাসূলে পাক (সাঃ) জিজ্ঞেস করলেন, তারা কে? জিব্রাইল বললেন, মানুষকে গোমরাহীতে নিক্ষেপকারীগণ বক্তাগণ। তারপর একটি ক্ষুদ্র প্রস্তরের নিকট পৌঁছালেন। সে প্রস্তর হতে একটি বিরাট আকারে বলদ গরু বের হয়ে আসল। তারপর সে তার ভিতরে প্রবেশ করতে চায়। কিন্তু পারছে না। রাসূল (সাঃ) জিজ্ঞেস করলেন, তার রহস্য কি? জিব্রাইল (আঃ) উত্তর করলেন, তা ঐ ব্যক্তির অবস্থা সে চিন্তা ভাবনা না করে মুখ হতে এমন জঘন্য কথা বের করে যার উপর সে লজ্জিত হতে হয়। কিন্তু পরে তা আর ফিরিয়ে আনতে পারে না।

মে’রাজের বিবরণ-৩য় পর্ব পড়তে এখানে ক্লিক করুন  

You may also like...

দুঃখিত, কপি করবেন না।