মুহাদ্দিসের সাথে এক জ্বিনের সাক্ষাতের বিস্ময়কর ঘটনা
বর্ণনায় হযরত আবূ ইদরীসের পিতাঃ হযরত অহাব ও হাসান বসরী (রহঃ) হজ্জের মওসূমে মসজিদে খইফ-এ মিলিত হতেন। একবার কিছু লোক আচমকা পড়ে যায় এবং তাদের চোখে ঘুম জড়িয়ে যায়।
ঐ দুই হযরত (অহাব ও হাসান বসরী) এর কাছে দু’জন লোক এমনি বসেছিল, যারা নিজেদের মধ্যে কথাবার্তা বলছিল। এমনসময় এক ছোট্ট মতো পাখি সামনে এসে হযরত অহাবের এক পাশে মজলিসে বসে গেল এবং সালাম জানাল। হযরত অহাব তার সালামের জবাব দিলেন এবং বুঝতে পারলেন যে ও এক জ্বিন। তার সে তাঁর দিকে ফিরে হাদীস বয়ান করতে লাগল।
হযরত অহাব জিজ্ঞাসা করলেন – ওহে যুবক, তুমি কে? সে বলল, আমি একজন মুসলমান জ্বিন। প্রশ্ন করা হল এখনে তোমার কি দরকার? সে বলল, আপনারা কি এটা ভালো মনে করেন না যে, আমরা আপনাদের মজলিসে বসি এবং আপনাদের থেকে ইলম হাসিল করি? আমাদের মধ্যে তো আপনাদের সূত্রে পাওয়া বহু বর্ণনাকারী রয়েছে। আমরা আপনাদের সাথে নামাজ, জেহাদ, রুগীর দেখভাল, জানাযা, হজ্জ, ওমরাহ, প্রভৃতি বহু কাজে অংশ নিয়ে থাকি। আমরা আপনাদের থেকে ইলম অর্জন করি এবং আপনাদের কোরআন পাঠও শুনি।
হযরত অহাব প্রশ্ন করেন, আচ্ছা, তোমাদের জ্বিনদের মধ্যে কোন রাবী (হাদিস বর্ণনাকারী) সবচেয়ে সেরা? সে হযরত হাসান বসরী (রঃ) এর দিকে ঈশারা করে বলল, এই শাইখের রাবী।
ইতোমধ্যে হযরত অহাবকে একটু অন্যদিকে মনযোগী হতে দেখে হযরত হাসান বসরী (রহঃ) তাঁকে জিজ্ঞাসা করলেন, হে আবূ আব্দুল্লাহ! আপনি কার সাথে কথা বলছেন? তিনি বলেন, এই মজলিসে হাজির থাকা কোন এক ব্যক্তির সাথে। সেই জ্বিনটি চলে যাবার পর হযরত অহাব (রহঃ) জ্বিনের ঘটনাটি বললেন এবং তিনি আরো বললেন, আমি এক জ্বিনের সাথে হজ্জের সময় প্রতিবছর সাক্ষাৎ করি। ও আমাকে প্রশ্ন করে। আমি উত্তর দিই। এক বছরে তাওয়াফ অবস্থায় ওর সাথে আমার (প্রথম) দেখা হয়।
তাওয়াফ সম্পন্ন করার পর মসজিদুল হারামের এক কোনে আমরা উভয়েই বসে যাই। আমি ওকে বলি, আমাকে তোমার হাত দেখাও। সে তার হাত আমার দিকে বাড়িয়ে দেয়। তা ছিল বিড়ালের থাবার মত। তাতে লোমও ছিল। তারপর আমি নিজের হাত তার কাঁধ পর্যন্ত নিয়ে যেতে ডানার স্থানটি অনুভব করি। ফলে আমি ঝট করে নিজের হাত সরিয়ে নেই। তারপর দুজন কিছুক্ষণ কথাবার্তায় মশগুল থাকি।
পরে ও আমাকে বলল, হে আবূ আব্দুল্লাহ! আপনিও আপনার হাত আমাকে দেখান। যেমন আমি আপনাকে আমার হাত দেখিয়েছি। আমি ওকে নিজের হাত দেখাতে এত জোরে মর্দন করল যে, আমার চেঁচিয়ে ওঠার উপক্রম হল। তারপর সে হাসতে লাগল। (এ ঘটনার পর থেকে) প্রতি বছর হজ্জের মওসূমে আমি অর সাথে সাক্ষাৎ করতাম। এবারের হজ্জে ওর সাথে আমার সাক্ষাৎ হয় নি। আমার ধারণা, সে মারা গেছে।