মুসা (আ) এর বংশ পরিচয়
হজরত মূসা (আঃ) এর জন্ম ইসরাঈল বংশে। তাঁর বংশধারা নবী হজরত ইবরাহীম (আঃ) এর সাথে মিলিত হয়। তিনি হজরত ইবরাহীম (আঃ)-এর দোহিত্র হজরত ইয়াকুব (আ)-এরই অধস্তন বংশধর। হজরত ইয়াকুব (আঃ) এর উপাধি ছিল ইসরাঈলুল্লাহ।
তাই তাঁর পরবর্তী বংশধর বনী ইসরাঈল নামে প্রসিদ্ধ হয় । হজরত মূসা (আঃ)-এর পিতার নাম ইমরান। তাঁর মাতার নাম সম্পর্কে তাফসীরবিদ ও ইতিহাসবিদদের মাঝে মতভেদ রয়েছে।
কাসাসুল কোরআন গ্রন্ত প্রণেতা হজরত মাওলানা হেফযুর রহমান সেওহারবী (রঃ)-এর মতে, তাঁর মাতার নাম ইউকাবদ।
অনেকের মতে বারেখা। এতকান গ্রন্থে হজরত মূসা (আঃ)-এর মাতার নাম লাহইয়ানা বিন্তে ইয়াসমাদ বিন লাদী বলে উল্লেখ করেছেন। তাফসীরে রাহুল মাআনী প্রণেতা আল্লামা মাহুমদ আলূসী (র)-এর মতে মূসা (আঃ)-এর মাতার নাম ইউহানিয।