মান্নত আদায় করার তরীকা

আল্লাহ পাক হযরত ইদ্রীস (আঃ)কে আসমানের কক্ষপথ এবং এদের গঠন প্রাণালী আর তারকারাজীর একত্রিত, পৃথক হওয়ার এবং একে অপরকে আকর্ষণ ও বিকর্ষণ করার রহস্য সম্পর্কে জ্ঞান দান করেছিলেন। হযরত ইদ্রীস (আঃ) এ জ্ঞানের দ্বারা মান্নত ও কুরবাণী আদায় করার কার্য পরিচালনা ও নিয়ন্ত্রণ করতেন।

আল্লাহ পাকের যে সকল বস্তু তাদের কাছে অধিক গুরুত্ব বহন করত তা হল সুগন্ধি দ্রব্যের ধোঁয়া দেয়া আর কুরবাণীর জন্তু তা ব্যতীত ফল ফুল যা মৌসুমের শুরুতে গাছ হতে প্রথম ছড়ায়ে আনত তা মান্মত করা অপরিহার্য ছিল। ফল মুলের মধ্যে ছেবফল, শস্য কনার মধ্যে গম আর ফুলের মধ্যে গোলাপ ফুলের প্রাধান্য ছিল।

Written By

More From Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You May Also Like

অপু ও ফলচুরি রহস্য

মহানগরের কোলাহলের মাঝে, ব্যস্ত জনপথের কিছুটা দূরে একফালি সবুজ ল্যান্ডস্কেপ । সদ্য গড়ে ওঠা আবাসন…

ভালুক ও কাঠবিড়ালী

কবি কাজী নজরুল ইসলামের ‘খুকি ও কাঠবিড়ালী’ কবিতাটি কম-বেশি সবাই পড়েছে। এ কবিতাটির কারণেই ছোট্ট…

গাজা দিবস

শিশু-কিশোর বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি যে যেখানে আছো ভাল ও সুস্থ আছো। তোমরা…

মান্নত আদায় করার তরীকা

আল্লাহ পাক হযরত ইদ্রীস (আঃ)কে আসমানের কক্ষপথ এবং এদের গঠন প্রাণালী আর তারকারাজীর একত্রিত, পৃথক হওয়ার এবং একে অপরকে আকর্ষণ ও বিকর্ষণ করার রহস্য সম্পর্কে জ্ঞান দান করেছিলেন। হযরত ইদ্রীস (আঃ) এ জ্ঞানের দ্বারা মান্নত ও কুরবাণী আদায় করার কার্য পরিচালনা ও নিয়ন্ত্রণ করতেন।

আল্লাহ পাকের যে সকল বস্তু তাদের কাছে অধিক গুরুত্ব বহন করত তা হল সুগন্ধি দ্রব্যের ধোঁয়া দেয়া আর কুরবাণীর জন্তু তা ব্যতীত ফল ফুল যা মৌসুমের শুরুতে গাছ হতে প্রথম ছড়ায়ে আনত তা মান্মত করা অপরিহার্য ছিল। ফল মুলের মধ্যে ছেবফল, শস্য কনার মধ্যে গম আর ফুলের মধ্যে গোলাপ ফুলের প্রাধান্য ছিল।

Written By

More From Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *