
একটি ছোট্ট মেয়ে, দেখতে খুবই কিউট, সুন্দর জামা কাপড় পরে বাবার পাশে পার্কে বসে আছে। তার হাতে একটি বিস্কুটের প্যাকেট। মেয়েটি খেয়াল করল, বেঞ্চের নিচে একটি বিড়াল বসে আছে। সে আনন্দের সঙ্গে বিড়ালটিকে বিস্কুট দিতে লাগল, আর বিড়ালটিও মজা করে বিস্কুট খাচ্ছিল।
মেয়েটির বাবা এই দৃশ্য দেখে মুগ্ধ হলেন এবং তার স্ত্রীকে ইশারা করে দেখালেন। আমিও এই সুন্দর মুহূর্তটি দেখে খুব ভালো লাগছিল। কিছুক্ষণ পর বিড়ালটি চলে গেল, আমিও বন্ধুদের সঙ্গে আড্ডায় ফিরে গেলাম।
কিছুক্ষণ পর আবার মেয়েটির দিকে চোখ গেল, আর যা দেখলাম, তা দেখে আমার চোখে পানি এসে গেল। বেঞ্চের নিচে যেখানে একটু আগেও বিড়ালটি ছিল, সেখানে এখন একটি ছোট্ট শিশু, বয়স মাত্র ৭-৮ মাস, গায়ে কোনো কাপড় নেই, শুয়ে আছে। মেয়েটি উপরে বসে থেকে ঠিক বিড়ালটিকে যেমন বিস্কুট দিচ্ছিল, সেভাবেই শিশুটির দিকে বিস্কুট ছুড়ে দিচ্ছে, আর শিশুটি হামাগুড়ি দিয়ে বিস্কুট কুড়িয়ে খাচ্ছে।
এই দৃশ্য যখন ধনী বাবার নজরে পড়ল, তখন সে মেয়েটিকে কোলে তুলে নিল, যেন মেয়েটি বিস্কুট নষ্ট না করে। বিশ্বাস করবেন না, এই দৃশ্য দেখে আমার চোখে জল চলে এলো। আমি দ্রুত উঠে গিয়ে একটি বিস্কুটের প্যাকেট কিনলাম। তারপর সেই শিশুটির হাতে বিস্কুট ধরিয়ে দিয়ে ধনী লোকটির সামনে এনে বসিয়ে দিলাম। লোকটি অবাক হয়ে আমার দিকে তাকিয়ে রইলেন।
লোকটির সামনে বসে শিশুটি যখন বিস্কুট খাচ্ছিল, তখন আমার মনে এক অপার্থিব আনন্দ অনুভব করছিলাম। মানুষ হয়ে মানুষের প্রতি ঘৃণা করা আমাদের ধর্ম নয়। আমরা যদি সরাসরি সাহায্য করতে নাও পারি, অন্তত ঘৃণা করব না। আসুন, ভালোবাসতে শিখি, মানবতাকে বাঁচিয়ে রাখি।