মহান আল্লাহর সিদ্ধান্তের সমালোচনাকারিনী মহিলার আত্মহত্যা
আমার পরিচিত এক মহিলা ধর্ম নিয়ে প্রায় ঠাট্টা বিদ্রূপ করতো। কেউ অসুস্থ হলে তাকে উলটা পালটা কথা বলতো। ঘটনাক্রমে এই মহিলার ভাই অসুস্থ হল এবং মৃত্যুবরণ করলো। কিছু দিনের ব্যবধানে তার মা মারা গেল। মহিলা এই রকম পর পর মৃত্যু নিয়ে আপত্তিকর ভাষায় সমালোচনা করলো। এই মহিলা ছিল শিক্ষিত এবং চাকুরীজীবি। চাকুরীতে তার একটি প্রমোশন পাওয়ার কথা ছিল। নিশ্চিত সেই প্রমোশন তার হল না। মহিলার মন রাগে দুঃখে হতাশায় ভরে গেল। ক্রদ্ধ হয়ে মহিলা আত্মত্যাগ করে নশ্বর জীবনের অবসান ঘটালো।
আমি মনে করি, মহান আল্লাহর প্রতি দুর্বল ইমানের কারণেই এসব ঘটনা ঘটে। মানুষ চায় যেভাবে চায় মহান আল্লাহ যেন সেভাবে তার ইচ্ছা পুরণ করেন। কিন্তু মহান আল্লাহর ইচ্ছার নিকট আত্মসমর্পণ করাই হচ্ছে প্রকৃত বন্দেগী। প্রকৃত ইবাদত। মহান আল্লাহর ইচ্ছা এবং সন্তুষ্টি মানে না নেওয়া হলে অধিকাংশ ক্ষেত্রেই মৃত্যুর সময় ইমান নসীব হয় না। বেইমান হয়ে কবরে যেতে হয়।