বড়পীর হযরত আবদুল কাদের জিলানী (রঃ) – পর্ব ২
বড়পীর হযরত আবদুল কাদের জিলানী (রঃ) – পর্ব ১ পড়তে এখানে ক্লিক করুন
বংশ পরিচিয়ঃ ইতিহাসের দৃষ্টিকোণ থেকে আমরা দেখতে পাই- মাহবুবে সোবহানী রূহানী জগতের খাঁটি প্রজ্ঞাদাতা বড়পীর হযরত আবদুল কাদের জিলানী (রঃ) পিতা ও মাতার উভয় দিক হতে সাইয়্যেদ খানদানের সহিত সম্পর্কিত ছিলেন। ইতিহাসবেত্তারা বলেন, বড়পীর সাহেবের পিতার নাম হযরত সাইয়েদ আবু ছালেহ মুসা জঙ্গী দোস্ত। প্রিয় পাঠক পাঠিকার সুপ্ত হৃদয়ে প্রশ্ন উঠতে পারে নামের শেষে কেন জঙ্গী-দোস্ত লাকবে ভূষিত করার কারণ ছিল, তিনি খুব আল্লাহ ওয়ালা, পরহেজগার লোক ছিলেন। ইসলামী জ্ঞানবীদগণ বলেন, তিনি ধর্মীয় জিহাদে অংশগ্রহণ করা খুবই পছন্দ করতেন। তাঁর মাতার নাম ফাতেমা। তাঁর কুনিয়াত ছিল উম্মুল খায়ের। তিনি বিশ্বনিয়ন্তা আল্লাহ রাব্বুল আলামীনের খাছবান্দা ছিলেন।
ইতিহাস পর্যালোচনা করলে আমরা এ কথা দেখতে পাই তিনি একজন সুফী সাধক শ্রেষ্ঠ বুযুর্গ লোক আবদুল্লাহ ছাওমাঙ্গের অতি আদরের কন্যা ছিলেন। ইতিহাস সাক্ষ্য দেয় আওলিয়া জগতের উজ্জ্বল নক্ষত্র তরীকত, হাকীকত, এবং শরীয়ত মোহাম্মাদীয়া দিশারী হযরত বড়পীর সাহেব এর পিতার উর্ধ্বতন বংশপরম্পরা সাইয়্যেদ কূলের শিরোমণি হযরত ইমাম হাসান (রাঃ)-এর সহিত এবং মাতার উর্ধ্বতন বংশপরম্পরা সাইয়্যেদ কূলের গৌরব হযরত ইমাম হুসাইন ছিলেন, এই কারণে তাকে আলহাসানী ওয়াল হুসাইনী বলা হত।
সূত্রঃ তাযকিরাতুল আউলিয়া
বড়পীর হযরত আবদুল কাদের জিলানী (রঃ) – পর্ব ৩ পড়তে এখানে ক্লিক করুন