
এক যে ছিল কাক। কাকের একবার খুব জল তেষ্টা পেয়েছিল। সেই সকাল থেকে রোদ্দুরে ঘুরে ঘুরে ক্লান্তও হয়ে পড়েছিল সে। গ্রীষ্মকাল। চারিদিকে কোথাও জল নেই। মাটি ফেটে চেীচির। জলাশয়গুলো সব শুকিয়ে গেছিল।
হঠাত কাক দেখল দূরে একটা জলের কলসি। সেখানে কোনোমতে উড়ে গিয়ে জল খেতে কলসির ভিতর ঠোঁট ঢোকাল। কিন্তু জলের নাগাল পেল না। কলসিতে অল্প জল, তা একেবারে তলায় পড়ে আছে। কি করা যায় ভাবতে লাগল কাক। এদিকে তেষ্টায় বুকের ছাতি ফেটে যাচ্ছে। তার মাথায় একটা বুদ্ধি খেলে গেল।
সে দেখতে পেল কলসির আশে পাশে অনেকগুলো নুড়ি পড়ে আছে। সে তখন একটা একটা করে নুড়ি এনে ফেলতে লাগল সেই কলসির ভেতর। অনেকগুলো নুড়ি ফেলা হতেই কলসির জল উপরে উঠে এল। সে তখন অনায়াসে সেই জল খেয়ে তেষ্টা দূর করলো। তারপর কিছুক্ষন বিশ্রাম করে খুশি মনে সেখান থেকে উড়ে গেল।
উপদেশ: কেীশলে অনেক কিছুই হয়।