বিবি হজেরাকে নির্বাসন প্রদান-পর্ব ৫

বিবি হজেরাকে নির্বাসন প্রদান-চতুর্থ পর্ব পড়তে এখানে ক্লিক করুন   

 বিবি সায়েরা বললেন, হ্যাঁ, আপনি যেতে তবে উট থেকে ভূমিতে অবতরণ করতে পারবেন না। যদি আপনি এ অঙ্গীকার পালনের ওয়াদা করতে পারেন তবে আমি আপনাকে যাত্রার অনুমতি দিতে পারি। হযরত ইব্রাহীম (আঃ) সায়েরার শর্তে রাজি হলেন। সায়েরা তখন তাঁকে যাত্রার অনুমতি দিলেন।

হযরত ইব্রাহীম (আঃ) উটের পৃষ্ঠে আরোহণ করে পথ চলতে আরম্ভ করলেন। সুদীর্ঘ পথ অতিক্রম করে যখন তিনি গিয়ে সে মক্কা ভূমিতে পৌঁছলেন তখন তিনি কিছুই চিনতে পারলেন না। স্থানটি আর সে পূর্ব অবস্থায় নেই। অসংখ্যা বাড়িঘর মানুষ, পশু ও উদ্ভিদে পরিপূর্ণ। এসব দেখে তিনি অবাক হয়ে গেলেন। তিনি পুত্রের মায়ায় দিশেহারা হয়ে চতুর্দিক খোঁজ করতে লাগলেন। অনেক সময় পরে একটি দালানের নিকট আসতেই তিনি বিবি হাজেরাকে দেখলেন। বিবি হাজেরাও উটের পৃষ্ঠে তাঁর স্ত্রামী হযরত ইব্রাহীম (আঃ)-কে দেখতে পেলেন। উভয়ের দৃষ্টি বিনময়ের ফলে উভয়ের মনে বিদ্যুতের ন্যায় এক আনন্দ তড়িৎ বয়ে গেল। হাজেরা দৌড়ে এসে স্বামীকে সালাম করলেন এবং তাঁকে উটের পিঠ হতে নেমে আসতে অনুরোধ করলেন। তখন হযরত ইব্রাহীম (আঃ) সায়েরাকে অঙ্গিকারের কথা তাঁকে জানালেন। তখন তিনি দু’খানি পাথর এনে তাঁর দুপা পাথরের উপর রেখে ধুয়ে দিলেন এবং তাঁর মুখমণ্ডল ধৌত করে দিলেন। অতপর হযরত ইসমাইল (আঃ)-কে ডেকে পিতার সাথে পরিচয় করিয়ে দিলেন। এভাবে কিছু সময় উটের পিঠে কাটিয়ে হযরত ইব্রাহীম (আঃ) জেরুজালেমের দিকে প্রত্যাবর্তন করলেন। যাত্রাকালে তিনি পুত্র ও তাঁর মাতার জন্য হাত তুলে দোয়া করে গেলেন।

এখানে প্রাসঙ্গিক একটি কথা বলে রাখা প্রয়োজন, বিবি হাজেরা যে পাথরের উপর হযরত ইব্রাহীম (আঃ) পা রেখে ধুইয়ে দিয়েছিলেন সে পাথরকে আল্লাহ্‌ তা’য়ালা অদ্য পর্যন্ত মর্যাদাবান করে রেখেছেন। তাঁর নাম ‘মকামে ইব্রাহীম’ হাজীগণ বায়তুল্লাহ জিয়ারাত শেষে অধিক মর্তবা লাভের আশায় সেখানে নামায আদায় করে থাকেন। দ্বীতিয়ত বিবি হাজেরা পানি অন্বেষণের নিমিত্ত সাফা ও মারওয়া নামক যে দুটি পর্বত বার বার ছুটাছুটি করেছেন সে কার্যকলাপকে আল্লাহ্‌ তা’য়ালা হজ্জ আদায়কারীদের জন্য পালনীয় কর্তব্য করে দিয়েছেন। সকল হাজীগন হজ্জ পালন কালে ঐ পর্বত দুটিকে সাত বার দ্রুত পাদাচারণ করে থাকেন। কিয়ামত পর্যন্ত এ বিধান মুসলমানদের জন্য কার্যকর থাকবে।

সূত্রঃ কুরআনের শ্রেষ্ঠ কাহিনী

বিবি হজেরাকে নির্বাসন প্রদান-প্রথম পর্ব পড়তে এখানে ক্লিক করুন

You may also like...

দুঃখিত, কপি করবেন না।